Advertisement
২৬ এপ্রিল ২০২৪

‘ব্লু হোয়েল’ সচেতনতায় শিবির স্কুলে

সম্প্রতি ‘ব্লু হোয়েল’ খেলা নিয়ে এ রাজ্যে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাও়ড়া, হুগলিতে কয়েকজন পড়ুয়াকে ‘ব্লু হোয়েল’ খেলার মাঝপথে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সাধারণত, মোবাইলে অজানা নম্বর থেকে একটি ‘লিঙ্ক’ আসে।

নিজস্ব সংবাদদাতা
পান্ডুয়া শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭ ০০:৫৩
Share: Save:

মাস্টারমশাই নন। প্রশ্নকর্তার ভূমিকায় পান্ডুয়া থানার এক পুলিশ কর্তা। তিনি জিজ্ঞেস করলেন, ‘‘তোমরা যারা ব্লু হোয়েলের নাম শুনেছ হাত তোল?’’ পড়ুয়াদের অনেকেই হাত তুলল।

সম্প্রতি ‘ব্লু হোয়েল’ খেলা নিয়ে এ রাজ্যে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাও়ড়া, হুগলিতে কয়েকজন পড়ুয়াকে ‘ব্লু হোয়েল’ খেলার মাঝপথে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সাধারণত, মোবাইলে অজানা নম্বর থেকে একটি ‘লিঙ্ক’ আসে। তাতে চাপ দিতেই ওই খেলাটি ‘ইনস্টল’ হয়ে যায়। তার পর খেলা চলে ‘অ্যাডমিনিস্ট্রেটরের’ নির্দেশমতো। রয়েছে ৫০টা ‘চ্যালেঞ্জ’ বা ধাপ। সবচেয়ে শেষ ধাপ হল আত্মহত্যা।

পড়ুয়াদের মধ্যে এই বিপজ্জনক খেলার প্রতি আসক্তি রয়েছে কি না, সেটি জানতেই গল্পের ছলে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের সচেতন করার উদ্যোগ নিয়েছে পান্ডুয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাধারানি গালর্স স্কুলে পড়য়াদের নিয়ে শিবির হয়। শুক্রবার শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয় ও মুজিবর রহমান হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সচেতন করে পুলিশ। এই দু’টি স্কুলে অবশ্য পড়ুয়াদের ডাকা হয়নি। তিনটি স্কুলেই ছিলেন পান্ডুয়া থানার ওসি সুমন রায়চৌধুরী। ‘ব্লু হোয়েল’ নিয়ে সাবধান করে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেটও বিলি করা হয়।

পান্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমনাথ তালুকদার বলেন, ‘‘ব্লু হোয়েল নিয়ে আমরা প্রায় কিছুই জানতাম না। পুলিশ প্রশাসনের পরামর্শ কাজে লাগে থাকবে। পড়ুয়াদের এই বিষয়ে সচেতন করব।’’ ওই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সঞ্জীব ঘোষ জানান, শিক্ষক-শিক্ষিকার বিষয়টি না জানলে তারা পড়ুয়াদের সচেতন করতে পারতেন না। সেই কারণেই এই উদ্যোগ।

হুগলি জেলা (গ্রামীণ) পুলিশ সুপার সুকেশ জৈন জানান, হুগলির অন্য থানা এলাকার স্কুলগুলিতে গিয়েও ব্লু হোয়েল নিয়ে সচেতনতা শিবির চলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

awareness program Blue Whale Online Game
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE