Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সর্পদষ্ট হয়ে মৃত্যু ছাত্রের

স্কুলের অফিস-ঘরের জানলা খুলতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু হল পঞ্চম শ্রেণির এক ছাত্রের। শনিবার চণ্ডীতলার ভগবতীপুর মিলনমন্দির স্কুলে ওই ঘটনায় মৃতের নাম দীপেন শী (১১)। স্কুলের গাফিলতিতেই তার মৃত্যু হয় বলে পরিবারের লোকজনের অভিযোগ। স্কুল কর্তৃপক্ষ সে কথা মানেননি।

নিজস্ব সংবাদদাতা
চণ্ডীতল‌া শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৬ ০১:০৬
Share: Save:

স্কুলের অফিস-ঘরের জানলা খুলতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু হল পঞ্চম শ্রেণির এক ছাত্রের। শনিবার চণ্ডীতলার ভগবতীপুর মিলনমন্দির স্কুলে ওই ঘটনায় মৃতের নাম দীপেন শী (১১)। স্কুলের গাফিলতিতেই তার মৃত্যু হয় বলে পরিবারের লোকজনের অভিযোগ। স্কুল কর্তৃপক্ষ সে কথা মানেননি।

স্কুল ও স্থানীয় সূত্রে খবর, ভগবতীপুর বাজার এলাকার বাসিন্দা দীপেন শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্কুলে যায়। এক শিক্ষাকর্মী তাকে অফিস-ঘরের জানলা খুলতে বলেন। সেই মতো দীপেন জানলা খুলতেই একটি সাপ তাকে ছোবল মারে। দীপেনকে প্রথমে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। দুপুরে ছেলেটি মারা যায়। দেহটি ময়না-তদন্তে পাঠায় পুলিশ।

দীপেনের বাবা অশোকবাবুর অভিযোগ, ‘‘ছেলেকে দিয়ে জানলা খো‌লানো না হলে এত বড় বিপদ ঘটত না। তাকে হাসপাতালে নিয়ে যেতেও দেরি হয়।’’ অভিযোগ মানেননি প্রধান শিক্ষক সুনীল পাল। তাঁর দাবি, ‘‘দ্রুত চিকিৎসার জন্য দীপেনকে মোটরবাইকে চাপিয়ে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’’ তবে, এক শিক্ষাকর্মী দীপেনকে অফিস-ঘরের জানলা খুলতে বলেছিলেন বলে প্রধান শিক্ষক মেনে নেন। স্কুলের পাশেই ধানখেত। গ্রামবাসীদের অভিযোগ, বর্ষায় স্কুল ও আশপাশে সাপের উপদ্রব বাড়ে। অথচ, স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেন না। আজ, সোমবার স্কুলে খুললে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে প্রধান শিক্ষক জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Snake School Student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE