Advertisement
১৯ এপ্রিল ২০২৪

উলুবেড়িয়ায় চালু সুপার স্পেশ্যালিটি

চালু হয়ে গেল উলুবেড়িয়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বহির্বিভাগ। শুক্রবার হুগলির তারকেশ্বর থেকে বোতাম টিপে বহির্বিভাগটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুরু: চালু এই হাসপাতালও। নিজস্ব চিত্র

শুরু: চালু এই হাসপাতালও। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
উলুবেড়িয়া শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১৭
Share: Save:

চালু হয়ে গেল উলুবেড়িয়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বহির্বিভাগ। শুক্রবার হুগলির তারকেশ্বর থেকে বোতাম টিপে বহির্বিভাগটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকেই এখানে পরিষেবা শুরু হয়ে যাবে বলে হাওড়া জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর।

প্রায় তিন বছর আগে ১০০ কোটি টাকা খরচ করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালকে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে উন্নীত করার কাজ শুরু হয়। তৈরি হয় পাঁচ তলা ভবন। গত বছর এপ্রিলেই বহির্বিভাগটি চালু হওয়ার কথা ছিল। কিন্তু ভবন নির্মাণের কাজে দেরির জন্য তা হয়ে ওঠেনি। এ দিন হাসপাতালে একটি অনুষ্ঠান হয়। হাজির ছিলেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাজি, উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায় এবং জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। বর্তমানে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে শয্যাসংখ্যা ৫০০। সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পরিণত হওয়ার পরে শয্যা সংখ্যা বেড়ে হবে ৮০০। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়োগ-সহ সরঞ্জাম বসানো হলেই সুপার স্পেশ্যালিটি হাসপাতালের অন্তর্বিভাগও চালু হয়ে যাবে বলে জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা জানিয়েছেন। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের বহির্বিভাগটিই সুপার স্পেশ্যালিটি হাসপাতালের নতুন ভবনে চলে আসবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Health Medical Uluberia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE