Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বাইক নিয়ে ভেসে গেলেন ব্যবসায়ী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর সাঁইত্রিশের নিখোঁজ ব্যবসায়ীর নাম রতন রায়। তাঁর বাড়ি স্থানীয় রঘুবাটি গ্রামে। বুধবার বিকেলে তাঁর মোটরবাইকটি উদ্ধার হলেও সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়ীর খোঁজ মেলেনি। সিভিল ডিফেন্স টিম এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

অকুস্থল: এখানেই তলিয়ে গিয়েছেন রতন। নিজস্ব চিত্র

অকুস্থল: এখানেই তলিয়ে গিয়েছেন রতন। নিজস্ব চিত্র

পীযূষ নন্দী
গোঘাট শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ০১:২৮
Share: Save:

খাল উপচে কালভার্টের উপর দিয়ে জল বইছিল। মঙ্গলবার রাতে মোটরবাইক নিয়ে কালভার্ট পেরোতে গিয়ে খালে প়ড়ে তলিয়ে গেলেন এক স্বর্ণ ব্যবসায়ী। গোঘাটের বিজলকোনা গ্রাম সংলগ্ন দেবঘালের ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর সাঁইত্রিশের নিখোঁজ ব্যবসায়ীর নাম রতন রায়। তাঁর বাড়ি স্থানীয় রঘুবাটি গ্রামে। বুধবার বিকেলে তাঁর মোটরবাইকটি উদ্ধার হলেও সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়ীর খোঁজ মেলেনি। সিভিল ডিফেন্স টিম এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ক’দিনের বৃষ্টির জেরে দ্বারকেশ্বরের জল বেড়েছে। তারই ফলে সংযুক্ত দেবখালে জল ছিল প্রচুর। মঙ্গলবার দুপুর থেকেই খালের উপর কালভার্টের চাতাল ভেসে গিয়েছিল। সকালে নিজের বাড়ি থেকে স্থানীয় কুমারগঞ্জ অঞ্চলের বেলুন বাজার দোকানে গিয়েছিলেন রতন। এমনকি দুপুরে বাড়িতে ফিরে খেয়েদেয়ে বিকালেও ওই কালভার্ট পেরিয়েই দোকানে গিয়েছিলেন। তখনও পরিস্থিতি তত খারাপ ছিল না।

রাত ৯টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ঘটে দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, রতনের মোটরবাইকের পিছনে ছিল গরুর খাবারের বস্তা। কালভার্টের উপর কোনও গর্তে পড়ে আর টাল সামলাতে পারেননি তিনি। খালে গিয়ে পড়েন মোটরবাইক নিয়েই।

রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় বুধবার সকালে। এমনকি তাঁকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলেও দাবি করেছিল পরিবার। কিন্তু তদন্তে নেমে পুলিশ তাঁর মোবাইল ফোনের টাওয়ার ধরে টের পায় রাত ৯টা ১৬ মিনিট পর্যন্ত তাঁর মোবাইল টাওয়ার ছিল বিজলকোনা গ্রাম এলাকায়। সকাল থেকেই সেই খালে তল্লাশি শুরু হয়। বিকেল সাড়ে ৩ টে নাগাদ ঘটনাস্থল থেকে কিছু দূরে জলের তলায় পাওয়া যায় মোটরবাইকটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Goghat Flood Bike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE