নিজস্ব সংবাদদাতা
শনিবার সকালে কার্যালয় ভাঙার বিষয়টি তৃণমূল কর্মীদের নজরে আসে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হাজির হন সেখানে।
নিজস্ব সংবাদদাতা
আজ, শনিবার থেকেই হাওড়া-হুগলি দুই জেলায় শুরু হচ্ছে করোনার টিকাকরণ। প্রথম পর্যায়ে এই প্রতিষেধক পাবেন স্বাস্থ্যকর্মীরা।
গৌতম বন্দ্যোপাধ্যায়
কিছুদিন আগে ঘোষণা করা দু’টি ক্ষেত্রেই কাজ শুরু হয়ে গিয়েছে। বিরোধীরা ‘ভোটর চমক’ বললেও কিছুটা আশার আলো দেখছেন বাসিন্দাদের কেউ কেউ।
দেবাশিস দাশ
রাজ্যে তৃণমূল সরকার দায়িত্ব নেওয়ার চার বছর পরে ২০১৫ সালের জুলাই মাসে বালি ও হাওড়া পুরসভার সংযুক্তিকরণ হয়।
নিজস্ব সংবাদদাতা
প্রসূনের দাবি, জেলায় দলীয় পদে রদবদলের খবর তাঁকে জানতে হচ্ছে সাধারণ কর্মীদের কাছ থেকে।
নিজস্ব সংবাদদাতা
স্থানীয় তৃণমূল নেতা আনিসূল রহমানের অভিযোগ, ওই বৈঠক শেষে দলীয় কর্মীরা বিডিও অফিসে গেলে তাঁদের মারধর করেন বিজেপি কর্মীরা।
নিজস্ব সংবাদদাতা
প্রচারের মঞ্চ থেকে তৃণমূলের অপর বিক্ষুব্ধ শিশির অধিকারীকে নিয়েও অবস্থান স্পষ্ট করেন অর্জুন।
নিজস্ব সংবাদদাতা
চৈতন্য মহাপ্রভুর অন্যতম পারিষদ নিত্যানন্দর শিষ্য ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। তাঁর গ্রাম কেষ্টপুরে বসে ৫১৪ বছরের প্রাচীন মাছের মেলা।
প্রকাশ পাল
এই সমস্যা সমাধানে ওই চত্বরে টোটোর ‘রুট ম্যাপ’ তৈরির চেষ্টা করা হবে বলে পুরকর্তারা জানান।
নুরুল আবসার
একটা সময়ে বাজার সমিতির বিপুল আয় হত। বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদক সংস্থার থেকে তারা ‘লাইসেন্স ফি’ এবং বিপণন ‘সেস’ আদায় করত।
নিজস্ব সংবাদদাতা
হাওড়ার সালকিয়ার সীতানাথ বোস লেনের বাসিন্দা রিনা বসু। পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছিল যাটোর্ধ্ব ওই বৃদ্ধার।
নিজস্ব সংবাদদাতা
পুলিশ জানিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন এক মহিলা। আচমকা একটি টায়ার লিক হয়ে যাওয়ায় বাঁ দিকে উল্টে গিয়ে রাস্তা থেকে জমিতে নেমে পড়ে গাড়িটি।
নিজস্ব সংবাদদাতা
এক প্রেস বিজ্ঞপ্তিতে বেলুড় মঠের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ঐতিহাসিক যে বাড়িতে শ্রীশ্রী মা বাস করতেন, সেই বাড়ি সম্পূর্ণ অক্ষত এবং সুরক্ষিত রয়েছে।
প্রকাশ পাল
বিবেকানন্দের ছবির উপরে ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং দীনদয়াল উপাধ্যায়ের ছবি। তা দেখে গুঞ্জন শুরু হয়।
গৌতম বন্দ্যোপাধ্যায়
ঘটা করে উদ্বোধনের পরেও জাঙ্গিপাড়া থেকে চন্দনপুর হয়ে আঁকুটি পর্যন্ত চার কিলোমিটার রাস্তা কেন তৈরি হল না, সেই প্রশ্নও য়েমন শোনা যাচ্ছে, তেমনই স্বাস্থ্য পরিষেবা নিয়েও ক্ষোভ কম নয়।
নিজস্ব সংবাদদাতা
চাকারিয়া বিনুদ্ধি নামে এক হোমিওপ্যাথি চিকিৎসককে এমবিবিএস চিকিৎসক বলে নার্সিংহোমে নিযুক্ত করে রাখা হয়েছে।
প্রকাশ পাল
বলাগড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙন অব্যাহত। পেঁয়াজের সংরক্ষণ বা সুষ্ঠু বাজার গড়ে ওঠেনি বলে ক্ষোভ চাষিদের।
গণতান্ত্রিক মহিলা সমিতি এবং এসএফআই কর্মীরা লজের গেটে পতাকা লাগিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের বক্তব্য, ধর্ম ও জাতপাতের জিগির তুলে রাজ্যকে অশান্ত করার চেষ্টা চলছে।
রাজীব চট্টোপাধ্যায়
মুসলিম যুবকের স্ত্রী হিন্দু হওয়ায় ওই দম্পতিক ঘর পাননি বলে অভিযোগ।
পীযূষ নন্দী
এ দিন দলীয় কর্মসূচিতে গোঘাটে এসেছিলেন কেশবপ্রসাদ। প্রশান্তর বাড়িতে ঢোকার আগে রাস্তায় তাঁকে কালো পতাকা দেখায় তৃণমূল।
নিজস্ব সংবাদদাতা
ধৃতদের হেফাজতে নিয়ে এর পিছনে কোন চক্র আছে কি না, তার খোঁজ চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা
বিজেপি নেতা স্বপন পালের যুক্তি, ‘‘পদ্ম শুধু বিজেপির প্রতীক নয়, জাতীয় ফুল। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং দীনদয়াল উপাধ্যায়ও তো মনীষী! তাঁদের সম্মান জানানো কি অন্যায়?’’
নিজস্ব সংবাদদাতা
কিছু উদ্ভট নিয়মের নাম করে ভিন্ ধর্মে বিবাহিত এক যুগলকে হেনস্থার ঘটনার সূত্রে এ সব প্রশ্নই ফের উঠতে শুরু করেছে।
রাজীব চট্টোপাধ্যায়
রবিবার চুঁচুড়ার একটি লজে ঘর নিতে গিয়ে হয়রানির মুখে পড়েছিলেন বর্ধমান শহরের বাসিন্দা তৌসিফ হক ও তাঁর স্ত্রী জয়ন্তী বিশ্বাস।
পীযূষ নন্দী
ব্যক্তিগত অপ্রাপ্তির এমন ক্ষোভ শোনা যাচ্ছে গোঘাট বিধানসভা এলাকার ১৬টি অঞ্চল থেকেই।
সুশান্ত সরকার
এই সিদ্ধান্ত জানাজানি হওয়ার পরেই কৃতিত্ব দাবি করে ময়দানে নেমেছে তৃণমূল।
নিজস্ব সংবাদদাতা
৩টি গুলি চালায় দুষ্কৃতীরা। একটি লক্ষ্যভ্রষ্ট হলেও দু’টি গুলি তাঁর কাঁধে ও পিঠে লাগে।
নিজস্ব সংবাদদাতা
ছাত্রীদের অভিযোগ, ২০১৯ সালের এপ্রিল মাসে কন্যাশ্রীর জন্য আবেদন করেছিলেন তাঁরা।
পীযূষ নন্দী
জমি অধিগ্রহণ হলেও, একজনও চেক নেননি। জমি রেলকে হস্তান্তরও করা যায়নি।
নিজস্ব সংবাদদাতা
ঘটনা জানাজানি হওয়ার পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
গৌতম বন্দ্যোপাধ্যায়
নৈটিতে বিধায়কের অফিস আছে। কালেভদ্রে সেখানে বিধায়কের দেখা মেলে, এমন অভিযোগ চণ্ডীতলায় কান পাতলেই শোনা যায়।