Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কলেজের উদ্বোধন আমদাবাদে

নন্দীগ্রামের আমদাবাদ গ্রামে উদ্বোধন হল স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়। বৃহস্পতিবার সকালে আমদাবাদ মধ্যপল্লী শিক্ষানিকেতন সংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই ডিগ্রি কলেজের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দ মহারাজ।

উদ্বোধনে স্বামী সুপর্ণানন্দ। ছবি: পার্থপ্রতিম দাস।

উদ্বোধনে স্বামী সুপর্ণানন্দ। ছবি: পার্থপ্রতিম দাস।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০১:০০
Share: Save:

নন্দীগ্রামের আমদাবাদ গ্রামে উদ্বোধন হল স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়। বৃহস্পতিবার সকালে আমদাবাদ মধ্যপল্লী শিক্ষানিকেতন সংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই ডিগ্রি কলেজের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দ মহারাজ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য কিশোর ভৌমিক জানান, ‘‘আমাদবাদ মধ্যপল্লি শিক্ষা নিকেতন হাইস্কুলের কয়েকটি কক্ষ নিয়ে আপাতত নতুন এই কলেজের পড়াশোনা চালু করা হবে। চলতি শিক্ষা বর্ষ থেকে স্নাতক স্তরে বাংলা, ইংরাজী, সংস্কৃত, ভূগোল বিষয়ে অনার্স ও বাংলা, ইংরাজী, সংস্কৃত, ভূগোল, সোসিওলজি, এডুকেশন, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পাশ কোর্স পড়ানো শুরু হবে। ভর্তির জন্য আগামী সোমবার থেকেই কলেজে ভর্তির ফর্ম দেওয়া শুরু হবে।’’

আমদাবাদ গ্রামের বাসিন্দা বাজকুল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অনিন্দ্যকিশোরবাবু ও তাঁর পাঁচ ভাই’এর পরিবার বাবা-মায়ের নামে কলেজ গড়ে তোলার জন্য জমি দান ও অর্থ সাহায্য করেছেন। অনিন্দ্যবাবুর দাদা তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি সুবোধকুমার ভৌমিক জানান, ‘‘প্রত্যন্ত এই এলাকায় কোন কলেজ নেই । তাই উচ্চ-মাধ্যমিক পাশের পর ছাত্র-ছাত্রীদের উচ্চ-শিক্ষার সুবিধার্থে এই এলাকায় কলেজ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এলাকার বাসিন্দারাও অনেক সাহায্য করেছেন।’’

এই কলেজ চালুর ফলে নন্দীগ্রাম-২ ছাড়াও পার্শ্ববর্তী নন্দীগ্রাম-১, খেজুরি-১ ব্লক ও চণ্ডীপুর ব্লকের ছাত্র-ছাত্রীদের কলেজে পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হবে। এ দিন কলেজের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন রাজ্য উচ্চ শিক্ষা সংসদের সদস্য সচিব প্রবীর কুমার দাস, রাজ্য শিক্ষা দফতরের জয়েন্ট ডিরেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন আশিসকুমার ঘোষ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ইনস্পেক্টর অফ কলেজ’স বিনয় কুমার চন্দ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপ্যাল কাউন্সিলের সভাপতি কানাইলাল পড়িয়া, নন্দীগ্রাম -২ ব্লকের বিডিও মহম্মদ ইকবাল, পঞ্চায়েত সমিতির সভাপতি মলিনা দাস, খেজুরি কলেজের অধ্যক্ষ অসীমকুমার মান্না, মুগবেড়িয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিপদ মাইতি, পাঁশকুড়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ তপন কুমার মণ্ডল, কাঁথি প্রভাতকুমার কলেজের প্রাক্তন অধ্যাপক সজল কুমার সামন্ত প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE