Advertisement
২০ এপ্রিল ২০২৪

বাদুড় মেরে ফেসবুকে ছবি, হুঁশ নেই বন দফতরের

পিকনিক করতে এসে বাদুড় মেরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া ঘটনায় সরব হয়েছে বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠন। ঘটনাটি হলদিয়া মহকুমাপ মহিষাদলে। 

নিজস্ব সংবাদদাতা
মহিষাদল শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ০৩:৩৭
Share: Save:

পিকনিক করতে এসে বাদুড় মেরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া ঘটনায় সরব হয়েছে বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠন। ঘটনাটি হলদিয়া মহকুমাপ মহিষাদলে।

শনিবার, প্রজাতন্ত্র দিবসে মণ্টু ঘোড়াই নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি আপলোড করা হয়। তাতে দেখা যায়, এক কিশোর বাদুড় মেরে তার দুটো ডানা ঝুলিয়ে রেখে ছবি তুলেছে। বন্যপ্রাণ আইনে বাদুড় মারা নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়। ফেসবুকে ছবিটি ভাইরাল হওয়ায় অভিযুক্তদের কঠোর শাস্তি চেয়ে সরব হয়েছে অনেকেই। কয়েকটি পরিবশ প্রমেণী সংগঠনের অভিযোগ ঘটনা জানার পর তাঁরা বন দফতর এবং স্থানীয় থানায় যোগোযাগ করলেও কেউই এ বিষয়ে কোনও ব্যবস্থা নিয়ে উদ্য়োগী হননি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘ছবিটি দেখার পর বেশ কয়েকবার বন দফতর ও পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু সাড়া মেলেনি।’’ উল্লেখ্য, বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকায় বাদুড় ‘অন্যতম’। অভিযোগ, মফ্ফসল এলাকায় এক শ্রেণির চোরা শিকারির দাপটে নিশ্চিহ্ন হতে বসেছে এই প্রাণী। হলদিয়ার পরিবেশ প্রেমী মধুসূদন পড়্যা বলেন, ‘‘ফেসবুকে ছবি দেখার পর বহুবার বন দফতরের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু সেখান থেকে বার বার কর্মী সঙ্কটেক কথা বলা হয়েছে। পরিবেশের স্বার্থে এখনই দোষীকে শনাক্ত করে শাস্তিমূলক পদক্ষেপ না করলে ভবিষ্যতে এই অপরাধ বাড়বে।’’

এব্যাপারে পূর্ব মেদিনীপুরের জেলা বনাধিকারিক স্বাগতা দাসের প্রতিক্রিয়া জানার জন্য যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘কী ঘটেছে জানি না। খোঁজ নিয়ে দেখছি।’’

অতিরিক্ত পুলিশ সুপার পারিজাত বিশ্বাস জানিয়েছেন এমন ঘটনা নিয়ে এখনও কেউ কোনওরকম অভিযোগ জানাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Animal Lover Forest Department Bat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE