Advertisement
২০ এপ্রিল ২০২৪

এটিএম পিন খামে, ৪০ হাজার টাকা লোপাট 

ভুলটা করেছিলেন নিজেই। এটিএম কার্ডের খামেই লিখে রেখেছিলেন পিন নম্বর। যার খেসারত দিতে হল ৪০ হাজার টাকা খুইয়ে!  

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ০১:১৫
Share: Save:

ভুলটা করেছিলেন নিজেই। এটিএম কার্ডের খামেই লিখে রেখেছিলেন পিন নম্বর। যার খেসারত দিতে হল ৪০ হাজার টাকা খুইয়ে!

বৃহস্পতিবার রাতে এক রেল আধিকারিকের বাড়িতে থাকা ব্যাগ জানলার কাছে টেনে নিয়ে তার মধ্যে থাকা এটিএম কার্ড চুরি করে দুষ্কৃতীরা। পরে সেই কার্ড ব্যবহার করে ওই রেল আধিকারিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর গ্রামে।

পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, চণ্ডীপুর গ্রামের বাসিন্দা সব্যসাচী পড়ুয়া কলকাতার গার্ডেনরিচে রেল দফতরের অর্থ বিভাগের আধিকারিক। কয়েকদিন আগে চণ্ডীপুরের বাড়িতে এসেছিলেন তিনি। গত বৃহস্পতিবার রাতে বাড়ির সদস্যেরা দোতলায় ঘুমোচ্ছিলেন। নীচের তলায় একটি ঘরে রাখা ছিল সব্যসাচীর ব্যাগ। তাতে ছিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কার্ড। রাতে ওই ঘর থেকে ব্যাগের ভিতরে রাখা এটিএম কার্ডটি চুরি যায়। পরের দিন সকালেই ওই এটিএম কার্ড ব্যবহার করে ৪০ হাজার টাকা তুলে নেওয়া হয়।

সব্যসাচী বলেন, ‘‘প্রথমে এটিএম চুরির কথা জানতাম না। সকাল সাড়ে ৬টা নাগাদ মোবাইলে পরপর ৫টি মেসেজ আসে। তাতে জানতে পারি নন্দকুমারের কল্যাণপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম আমার অ্যাকাউন্ট থেকে মোট ৪০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। তখনই খোঁজ নিয়ে দেখি আমার ব্যাগে এটিএম কার্ডটি নেই। বুঝতে পারি, এটিএম কার্ড চুরি করে ওই টাকা তুলেছে দুষ্কৃতীরা।’’

শুক্রবার পুলিশে অভিযোগ জানান সব্যসাচীবাবু। তাঁর কথায়, ‘‘বাড়ির নীচ তলার ঘরের জানালা দিয়ে আঁকশি জাতীয় কিছু গলিয়ে বিছানায় রাখা ব্যাগটি হয়তো কেউ টেনে নিয়েছিল। তার পরে ব্যগ থেকে এটিএম কার্ড চুরি করা হয়েছে।’’ কিন্তু দুষ্কৃতীরা এটিএমের পিন নম্বর পেল কীভাবে? এ প্রসঙ্গে সব্যসাচীবাবু বলেন, ‘‘গার্ডেনরিচে ব্যাঙ্কের শাখা থেকে নতুন নেওয়া এটিএম কার্ডের খামের উপর গোপন পিন নম্বর লিখে রেখেছিলাম। ফলে দুষ্কৃতীরা সহজেই টাকা তুলে নিয়েছে। এখন বুঝতে পারছি ওটা লিখে রাখাটা ঠিক হয়নি।’’

উল্লেখ্য, এটিএম কার্ডের পিন নম্বর কার্ডের উপর লিখে রাখার ব্যাপারে গ্রাহকদের বারবার সচেতন করে পুলিশ এবং ব্যাঙ্ক প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও সব্যসাচীবাবুর ওই কাজে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে। ব্যাঙ্ক ও পুলিশ আধিকারিকদের মতে, পিন নম্বর না লেখা থাকলে এত সহজে হয়তো দুষ্কৃতীরা টাকা চুরি করতে পারতো না। ঘটনায় পুলিশ জানিয়েছে, মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের ধরতে তদন্ত শুরু করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ATM Fraud এটিএম
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE