Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সমুদ্রে দূষণ রুখতে প্রচার

দূষণের হাত থেকে গঙ্গা বাঁচানোর জন্য নানা পদক্ষেপ করা হয়েছে। অথচ দূষণের হাত থেকে রেহাই নেই সাগরেরও। কিন্তু সমুদ্রকে দূষণের হাত থেকে বাঁচানোর চেষ্টা কোথায়! সেই তাগিদকে সামনে রেখে দূষণমুক্ত সমুদ্র গড়ে তুলতে প্রচার শুরু করল সেনা বাহিনী।

অভিযান শুরুর আগে ঝালিয়ে নেওয়া হচ্ছে কর্মসূচি। নিজস্ব চিত্র

অভিযান শুরুর আগে ঝালিয়ে নেওয়া হচ্ছে কর্মসূচি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ০৪:২৮
Share: Save:

দূষণের হাত থেকে গঙ্গা বাঁচানোর জন্য নানা পদক্ষেপ করা হয়েছে। অথচ দূষণের হাত থেকে রেহাই নেই সাগরেরও। কিন্তু সমুদ্রকে দূষণের হাত থেকে বাঁচানোর চেষ্টা কোথায়! সেই তাগিদকে সামনে রেখে দূষণমুক্ত সমুদ্র গড়ে তুলতে প্রচার শুরু করল সেনা বাহিনী।

রবিবার বন্দর শহর হলদিয়া থেকে ‘সচেতনতামূলক প্রচার অভিযান’ শুরু করে সেনাবাহিনীর পঞ্চাশ জনের একটি প্রতিনিধি দল। এদিন কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে সেনাবাহিনীর একটি দল বন্দরে পৌঁছয়। সেনা আধিকারিক তমোজিৎ সিংহ সবুজ পতাকা নেড়ে অভিযানের সূচনা করেন। সেনাবাহিনী সূত্রে জানা গিয়ে ছে, ‘বাভারিয়া’নামে একটি জাহাজ নিয়ে সেনাবাহিনীর দলটি দেশের ১০টি সমুদ্র বন্দরে পাড়ি দেবে। ৪২ ফুট দীর্ঘ ওই জাহাজ ৩ হাজার ৮৫০ নটিক্যাল মাইল এলাকা ঘুরে প্রচার চালাবে। এক মাস ধরে চলবে অভিযান। বিশাখাপত্তনম, চেন্নাই, কারাইকাল, ত্রিবান্দ্রম, কোচি, ম্যাঙ্গালোর, গোয়া, মুম্বই হয়ে অভিযান শেষ হবে গুজরাত্র পোর বন্দরে। জাহাজে ৩০ জন অফিসার, ২০ জন সহযোগী, ৫ জন মহিলা অফিসার, ১০ জন নাবিক থাকছেন। প্লাস্টিক-সহ অন্যান্য বর্জ্য জমছে সমুদ্রে। ফলে সমদ্রের জল দূষিত হচ্ছে। সমুদ্রের জীববৈচিত্র নষ্ট হচ্ছে। জীবজগৎ রক্ষা এবং দূষণ রোধে লাগাতার প্রচার চালাতেই এই উদ্যোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Awareness Campaign Sea Pollution
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE