Advertisement
২০ এপ্রিল ২০২৪
নালিশ সুপারের কাছে

মেডিক্যালে বিপত্তি, পা ভাঙল শিশুর

রাজকুমারের দাবি, ফিজিওথেরাপি বিভাগের চিকিৎসক- কর্মীদের কাছে তিনি জানতে চেয়েছিলেন, কেন ছেলের পা ফুলে যাচ্ছে? তাঁকে বলা হয়, এটা কিছু নয়। বাচ্চারা এ ভাবে কাঁদেই। কিছু পরে সব ঠিক হয়ে যাবে। পা ফোলাও কমে যাবে। তাঁকে বাড়ি ফেরার পরামর্শও দেওয়া হয়।

সঙ্কেত বেরা। নিজস্ব চিত্র

সঙ্কেত বেরা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ০০:৪৩
Share: Save:

ফিজিওথেরাপির সময় পা ভাঙল পাঁচ মাসের এক শিশুর। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেছেন ওই শিশুর বাবা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার।

মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপালের মাদারবনির বাসিন্দা রাজকুমার বেরা তাঁর পাঁচ মাসের ছেলে সঙ্কেতকে নিয়ে শুক্রবার মেদিনীপুর মেডিক্যালে আসেন। চিকিৎসকেরা জানান, সঙ্কেতের ফিজিওথেরাপি করাতে হবে। চিকিৎসকের পরামর্শ মতো ফিজিওথেরাপিতে যান রাজকুমার। তাঁর কথায়, ‘‘ফিজিওথেরাপি বিভাগের চিকিৎসক, কর্মীরা ছেলেকে ব্যায়াম করাতে শুরু করেন। প্রথমে ডান হাত ও পায়ের ব্যায়াম করান তাঁরা। পরে বাঁ পায়ের ব্যায়াম শুরুর কিছুক্ষণ করে ছেলে কাঁদতে শুরু করে। একটু পরে দেখি, ছেলের বাঁ পা ফুলে যাচ্ছে।’’

রাজকুমারের দাবি, ফিজিওথেরাপি বিভাগের চিকিৎসক- কর্মীদের কাছে তিনি জানতে চেয়েছিলেন, কেন ছেলের পা ফুলে যাচ্ছে? তাঁকে বলা হয়, এটা কিছু নয়। বাচ্চারা এ ভাবে কাঁদেই। কিছু পরে সব ঠিক হয়ে যাবে। পা ফোলাও কমে যাবে। তাঁকে বাড়ি ফেরার পরামর্শও দেওয়া হয়।

কিন্তু বাড়িতে না ফিরে হাসপাতালেরই এক চিকিৎসকের কাছে ছেলেকে নিয়ে যান রাজকুমার। তিনি জানিয়েছেন, ছেলেকে দেখে এক্স-রে করানোর পরামর্শ দেন ওই চিকিৎসক। এক্স-রে তে দেখা যায় সঙ্কেতের বাঁ পা ভেঙেছে। হাসপাতাল সুপার তন্ময়কান্তি পাঁজার দফতরে অভিযোগ জানান রাজকুমার। তিনি বলেন, ‘‘সরকারি হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে এসে এমন হবে ভাবিনি। সুবিচার চেয়েই সুপারের দফতরে অভিযোগ জানিয়েছি।’’

চিকিৎসায় গাফিলতির অভিযোগ প্রসঙ্গে সুপারের প্রতিক্রিয়া, ‘‘অভিযোগ পেয়েছি। খোঁজখবর নেওয়া শুরু করেছি। এ ক্ষেত্রে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে।’’ হাসপাতাল সূত্রে খবর, এই নিয়ে তদন্ত কমিটি গঠন হতে পারে। হাসপাতালের অর্থোপেডিক বিভাগেই ভর্তি রয়েছে সঙ্কেত। চলছে চিকিৎসা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Midnapore Medical College Negligence Physiotherapy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE