Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মেঘলা আবহাওয়া, সমুদ্রে সতর্কতা

নিম্নচাপের জন্য বৃষ্টি এবং হাওয়ার দাপট— দুইয়ে মিলে সমুদ্র কিছুটা উত্তাল। মঙ্গলবার সকাল থেকেই তাই দিঘা এবং মন্দারমণিতে বারবার সাইরেন বাজিয়ে পর্যটকদের সতর্ক করা হয়। পাশাপাশি, মৎস্যজীবীদেরও সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

চলছে পুলিশের সতর্কতা অভিযান। নিজস্ব চিত্র

চলছে পুলিশের সতর্কতা অভিযান। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মন্দারমণি শেষ আপডেট: ২৭ জুন ২০১৮ ০১:১৯
Share: Save:

নিম্নচাপের জন্য বৃষ্টি এবং হাওয়ার দাপট— দুইয়ে মিলে সমুদ্র কিছুটা উত্তাল। মঙ্গলবার সকাল থেকেই তাই দিঘা এবং মন্দারমণিতে বারবার সাইরেন বাজিয়ে পর্যটকদের সতর্ক করা হয়। পাশাপাশি, মৎস্যজীবীদেরও সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ দিন দিঘা ও মন্দারমণিতে নুলিয়া এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা নজরদারি চালায়। সম্প্রতি, মালদার যমজ ভাই বোনের সমুদ্রে ডুবে মৃত্যুর পরেই মন্দারমণির সৈকতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। মন্দারমণি কোস্টাল থানার ওসি রাজকুমার দেবনাথ এ দিন সৈকতজুড়ে মাইকে প্রাচর চালান। পর্যটকদের হাঁটু জলের বেশি যেতে বারণ করা হয়। বাঁশি বাজিয়ে নুলিয়া ও নিরাপত্তাকর্মীরা সৈকতে পর্যটকদের সতর্ক করেন।

সতর্কতা অমান্য এ দিন পাঁচ পর্যটককে আটক করে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, তাঁরা কলকাতার পার্ক সার্কাস এলাকা থেকে এসেছেন। সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশের দাবি।

আবার ভরা জোয়ারের সময় দিঘায় অতি উৎসাহী পর্যটকেরা সমুদ্রে নেমে বিপত্তি ঘটান। তাই এ দিন থেকে দিঘা থানার পুলিশ নতুন এক পদ্ধতি চালু করেছে। সৈকতের একটি ঘাটে এ দিন মোটা দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়। যাতে দড়ি পেরিয়ে পর্যটকেরা সমুদ্রে নামতে না পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Weather Forecast Mandarmani
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE