Advertisement
১৯ এপ্রিল ২০২৪
শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্বের জের

কোথাও নেই, কোথাও আসন থেকে প্রার্থী বেশি

পূর্ব মেদিনীপুর জেলায় গত ১০ বছর ধরে জেলা পরিষদ সহ অধিকাংশ পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতে নিরঙ্কুশভাবে ক্ষমতায় রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল।

আনন্দ মণ্ডল
তমলুক শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৮ ০১:৫০
Share: Save:

পঞ্চায়েত ভোটে প্রার্থীদের মনোনয়ন জমা শুরুর পর কেটে গিয়েছে এক সপ্তাহ। আজ মনোনয়ন জমার শেষ দিন। পূর্ব মেদিনীপুর জেলায় গত ১০ বছর ধরে জেলা পরিষদ সহ অধিকাংশ পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতে নিরঙ্কুশভাবে ক্ষমতায় রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। এ বার ভোটে প্রার্থীপদে মনোনয়ন জমা দিতে গিয়ে শাসকদলের বাধার মুখে পড়তে হচ্ছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছে বিরোধী বামফ্রন্ট, বিজেপি-সহ অন্যান্য দল। ফলে জেলার অনেক আসনেই এখনও মনোনয়ন জমা দিতে পারেনি বলে অভিযোগ বিরোধীদের।

কিন্তু এ বার একই ছবি শাসক দলেও। এখনও জেলার সব গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়ন জমা দিতে পারেনি বলে অভিযোগ। কাকে প্রার্থী করা হবে নিয়ে দলের গোষ্ঠীকোন্দলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে জেলা তৃণমূল নেতৃত্বেরই একাংশের অভিমত। যদিও গোষ্ঠীকোন্দের বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

জেলা নির্বাচন দফতর সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরে ২২৩ টি গ্রামপঞ্চায়েতে এবার মোট ৩৩৭৮টিয় গত ২ এপ্রিল থেকে প্রার্থীপদে মনোনয়ন জমা শুরুর পর ৭ এপ্রিল পর্যন্ত শাসক দল তৃণমূলের তরফে ২৯৭৪ টি আসনে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। অর্থাৎ এখনও ৪০৪টি পঞ্চায়েত আসনে তৃণমূলের প্রার্থীর মনোনয়ন জমা বাকি। একইভাবে জেলার ২৫টি পঞ্চায়েত সমিতির মোট ৬৬১ আসনের মধ্যে ৭ এপ্রিল পর্যন্ত তৃণমূলের তরফে ৪৫৩টি মনোনয়ন জমা পড়েছে। অর্থাৎ এখনও ২০৮ টি পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়ন জমা বাকি রয়েছে। জেলা পরিষদের ৬০ টি আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে ৭৯ টি মনোনয়ন জমা পড়েছে। অর্থাৎ এ ক্ষেত্রে আসনের চেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে।

পঞ্চায়েতের আসনে প্রার্থীপদে তৃণমূলের মনোনয়ন জমার ক্ষেত্রেও বিভিন্ন ব্লকে ভিন্ন ভিন্ন চিত্র ধরা পড়েছে। যেমন পাঁশকুড়া ব্লকে ২০৮টি পঞ্চায়েত আসনের মধ্যে ১৬৪টি আসনে মনোনয়ন জমা পড়েছে তৃণমূলের। অর্থাৎ ৪৪টি আসনে এখনও মনোনয়ন জমা পড়েনি শাসক দলের। হাউর গ্রাম পঞ্চায়েত এলাকার মোট ২০টি আসনের মধ্যে মাত্র ৮টি আসনে মনোনয়ন জমা পড়েছে। বাকি ১২টি তে এখনও মনোনয়ন বাকি তৃণমূলের। দলের একাংশের মতে, প্রার্থী নির্বাচন নিয়ে কোন্দলের জেরেই এই অবস্থা। পাঁশকুড়া ব্লক তৃণমূল সভাপতি দীপ্তিকুমার জানার অবশ্য দাবি, ‘‘ব্লকে অধিকাংশ আসনে প্রার্থীদের মনোনয়ন জমা পড়েছে। কিছু আসনে একাধিক দাবিদার থাকায় সবার মত নিয়ে প্রার্থী চূড়ান্ত করতে কিছুটা দেরি হয়েছে। সোমবার ওই সব আসনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া হবে।’’

হলদিয়ার সুতাহাটা ব্লকে পঞ্চায়েতের মোট ৮৯ টি আসনে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন ১২৭ জন। অর্থাৎ মোট আসনের চেয়ে মনোনয়ন জমা পড়েছে প্রায় দেড়গুণ। এ ক্ষেত্রেও গোষ্ঠীকোন্দলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে সুতাহাটা ব্লক তৃণমূলের আহ্বায়ক আনন্দময় অধিকারী বলেন, ‘‘কিছু আসনে প্রার্থীপদে একাধিক মনোনয়ন জমা পড়লেও সর্বসম্মতভাবে প্রতিটি আসনে একজন প্রার্থী থাকবে। অতিরিক্ত মনোনয়নগুলি প্রত্যাহার করে নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE