Advertisement
১৯ এপ্রিল ২০২৪
শাসক-বিরোধী চাপানউতোর

শেষলগ্নেও ছায়া ফেলল ভোট-সন্ত্রাস

শুক্রবার রাতে নন্দকুমার ব্লকের কামারদা গ্রাম পঞ্চায়েতের বাড়বহিচবেড়িয়া গ্রামে বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ মে ২০১৮ ০০:৪৭
Share: Save:

ভোটের একেবারে চূড়ান্ত লগ্নেও জেলায় জারি রাজনৈতিক ‘সন্ত্রাস’! শনিবার জেলার বিভিন্ন এলাকায় একে অন্যের বিরুদ্ধে হামলার চালানোর অভিযোগ অব্যাহৃত রাখলেন শাসক-বিরোধী নেতৃত্ব।

শুক্রবার রাতে নন্দকুমার ব্লকের কামারদা গ্রাম পঞ্চায়েতের বাড়বহিচবেড়িয়া গ্রামে বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি নেতা প্রদ্যোত ঘোড়াই তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রের খবর, প্রচার সেরে প্রদ্যোতবাবু এবং দলীয় কর্মী নবকুমার ঘোড়াইয়ের সঙ্গে রাত ১১টা নাগাদ হেঁটে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সে সময় রাস্তায় একদল তৃণমূল কর্মী প্রদ্যোতকেবাবুকে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ভগবানপুর-২ এলাকায় শুক্রবার রাতেই অভিযোগ উঠেছে, তৃণমূলের ‘রোষের’ শিকার হয়েছেন এক বিক্ষুব্ধ নির্দল প্রার্থী। এছাড়া, ওই রাতেই ভগবানপুর-২ ব্লকের ইক্ষুপত্রিকা, বরনিয়া-সহ একাদিক জায়গায় শাসকদলের হামলা চালানোর অভিযোগ উঠেছে। ২০ নম্বর পঞ্চায়েত সমিতি আসনের নির্দল প্রার্থী শশাঙ্ক শেখর জানার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

শশাঙ্কবাবুর অভিযোগ, ‘‘শুক্রবার রাতে ৫০ জনের একটি বাইক বাহিনী আমার বাড়িতে হামলা চালায়।’’ যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের ব্লক নেতৃত্ব।

শনিবার পুনরায় হামলার আশাঙ্কায় করে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল, পুলিশ সুপার ভি সলোমন নেসাকুমারের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ওই নির্দল প্রার্থী। এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ইন্দ্রজিৎ বসু বলেন, ‘‘লিখিত অভিযোগ হাতে পেলেই খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’’

এগরায় আবার তৃণমূল কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জেড়থান গ্রামের পঞ্চায়েতের তেলামী গ্রামে। এ দিন এ নিয়ে তৃণমূল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যদিও বিজেপি যুব মোর্চার সম্পাদক শম্ভু চক্রবর্তী এ নিয়ে বলেন, ‘‘সব মিথ্যা অভিযোগ। ওটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।’’

এ দিনও শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। দুপুরে ময়না ব্লকের চাঁদিবেনিয়া গ্রামে বিজেপি’র মিছিলে তৃণমূলকর্মীদের কটুক্তি ঘিরে সংঘর্ষ বাঁধে বলে অভিযোগ। দু’পক্ষের সমর্থকেরাই আহত হয়েছে দাবি। বিজেপি’র জেলা সভাপতি প্রদীপ দাসের অভিযোগ, ‘‘নন্দকুমারে দলীয় বুথ সভাপতিকে তৃণমূলের লোকজন মারধর করেছে। এ দিন ময়নায় দলের প্রচার মিছিলেও তৃণমূলের লোকজন আক্রমণ করেছে। এ দিকে, পুলিশ আমাদেরই দুই কর্মীকে আটক করেছে।’’

ময়নায় তৃণমূলের ব্লক সভা সুব্রত মালাকার এ ব্যাপারে বলেন, ‘‘বিজেপি অস্ত্র নিয়ে মিছিল করছিল। ওদের হামলায় আমাদের মহিলা-সহ চার সমর্থক আহত হয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE