Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ভারতীর কাটমানি তোপ

গত ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে বাঁশকোনি বুথের ঘোলাই মোড়ে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দাঁতন শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ০০:০৭
Share: Save:

কাটমানি নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। শুক্রবার দাঁতন ১ ব্লকের ঘোলাই মোড়ে সভায় ভারতী বলেন, ‘‘পৃথিবীর একমাত্র দলনেত্রী আছেন যিনি বলেন আমার দলের সকলে চোর। তিনি আর তার ভাইপো শুধু সাধু। সারদা নারদার সময় টাকা ফেরত দেওয়ার কথা বলেননি। যখন আঠেরোটি আসনে হেরে গেলেন, তখন বাধ্য হয়ে কাটমানি ফেরতের কথা বলছেন।’’

গত ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে বাঁশকোনি বুথের ঘোলাই মোড়ে। বিজেপির অভিযোগ ছিল, তৃণমূলের লোকজন চড়াও হয়ে তাদের কর্মীদের মারধর করে। এলাকায় পতাকা লাগানোর সময়েই এই ঘটনা ঘটেছিল। বিজেপির পাঁচজন আহত হন। তাদের মধ্যে স্বপন হাঁসদা ও সুভাষ সাউকে দাঁতন ও মেদিনীপুর হাসপাতালে ভর্তি করার পর কলকাতায় স্থানান্তরিত করতে হয়। ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে বিজেপির অভিযোগ। এ দিনের জনসভা থেকে তারই প্রতিবাদ জানানো হয়েছে।

স্বপন গত বুধবার কলকাতা থেকে চিকিৎসার পর বাড়ি ফেরেন। বৃহস্পতিবার ফের অসুস্থ হয়ে পড়লে তাকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করতে হয়। এদিন তাঁর সঙ্গে হাসপাতালে দেখা করতে যান ভারতী ও জেলা সভাপতি শমিত দাশ। এদিনের কর্মসূচিতে ছিল বিজেপির সদস্য সংগ্রহ অভিযানও হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bharati Ghosh Mamata Banerjee TMC BJP Bribe
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE