Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ত্রাণের গাড়ি ভাঙচুর, বিজেপি  নেতা ধৃত

ছুটির দিনে কোথায় ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে, সেই প্রশ্ন তুলে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মীরা।

—প্রতীকী ছবি

—প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
গোপীবল্লভপুর শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৮ ০৩:৩৫
Share: Save:

ত্রাণের গাড়ি ভাঙচুর করার অভিযোগে ঝাড়গ্রাম জেলা পরিষদের বিজেপি সদস্য তুহিনশুভ্র সিংহকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালে গাড়িটি দাঁড়িয়েছিল গোপীবল্লভপুর বিডিও অফিস চত্বরে। গাড়িতে নানা ত্রাণসামগ্রী তোলা হচ্ছিল। ছুটির দিনে কোথায় ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে, সেই প্রশ্ন তুলে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মীরা। তাঁদের অভিযোগ, গাড়িটি এক তৃণমূল কর্মীর। খবর পেয়ে চলে আসেন কয়েকশো মানুষ, যাঁরা তিতলির বৃষ্টিতে ঘরবাড়ি হারিয়ে ত্রাণ পাননি বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের সময়েই গাড়িটি ভাঙচুর হয়। খবর পেয়ে পৌঁছে যায় পুলিশ। ভাঙচুরে নেতৃত্ব দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তুহিনবাবুকে। বিডিও দেবজ্যোতি পাত্রের দাবি, ‘‘আলমপুর গ্রাম পঞ্চায়েতে কিছু দুর্গত মানুষের জন্য ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছিল।’’

গোপীবল্লভপুর পঞ্চায়েত সমিতিতে বিজেপি ক্ষমতাসীন হলেও এখনও বোর্ড গঠন হয়নি। ব্লকের সাতটি পঞ্চায়েতের মধ্যে ৫টি বিজেপির। একটি পেয়েছে সিপিএম। আলমপুর পঞ্চায়েতটি তৃণমূল দখল করেছে। বিডিও বলেন, সব গ্রাম পঞ্চায়েতে ত্রাণ পাঠানো হচ্ছে। মঙ্গলবার কেন্দুগাড়ি পঞ্চায়েতে হাতির হানায় ক্ষতিগ্রস্তদেরও ত্রাণ পাঠানো হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arrest Leader BJP Vandalism Relief Van
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE