Advertisement
১৮ এপ্রিল ২০২৪

প্রধান পদ বজায় শর্তেই তৃণমূলে মঞ্জু

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেও তিনিই প্রধান থাকছেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০০:০৪
Share: Save:

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেও তিনিই প্রধান থাকছেন।

বুধবার বিকেলে দল ছেড়ে তৃণমূল যোগ দেন তমলুকের শ্রীরামপুর-১ পঞ্চায়েতের বিজেপি প্রধান মঞ্জু বেরা। তাঁর স্বামী গুরুপদ বেরার বিরুদ্ধে তৃণমূল সমর্থকদের মারধর, শ্লীলতাহানি ও অপমানজনক মন্তব্যের অভিযোগ ওঠায় সোমবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন গুরুপদ। মঞ্জুদেবীর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে তাঁদের দলীয় নেতা-কর্মীদের ভয় দেখানোর অভিযোগ তুলেছেন বিজেপি। মঞ্জুদেবী তৃণমূলে চলে যাওয়ায় শ্রীরামপুর -১ পঞ্চায়েতে ক্ষমতা দখল প্রায় নিশ্চিত শাসক দলের।

তৃণমূলে সূত্রে খবর, মঞ্জুদেবীই পঞ্চায়েত প্রধান পদে থাকছেন। আগামী সোমবার ওই পঞ্চায়েতের অফিসে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হিসেবে কাজে যোগ দেবেন তিনি। ওইদিন পঞ্চায়েত অফিসের সামনে সভার আয়োজন করা হয়েছে। ১৪ সদস্যের এই পঞ্চায়েতে গত পঞ্চায়েত ভোটে বিজেপির ৪ জন, নির্দল ৫ জন ও তৃণমূলের ৫ জন সদস্য জয়ী হন। বিজেপি ও নির্দল জোট বেঁধে পঞ্চায়েতের ক্ষমতা দখল করে। প্রধান পদে বিজেপির মঞ্জু বেরা ও উপ-প্রধান পদে নির্দল সদস্য শঙ্কর বর্মন নির্বাচিত হন। মঞ্জুদেবী সহ দু’জন বিজেপি সদস্য বুধবার তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য বেড়ে এখন ৭ জন। পঞ্চায়েতের ৫ নির্দল সদস্যের একাংশ তৃণমূলে যোগ দেবেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। ব্লকের তৃণমূল নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা বলেন, ‘‘বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মঞ্জুদেবীই পঞ্চায়েত প্রধান হিসেবে কাজ করবেন। পঞ্চায়েতে নিরঙ্কুশভাবেই আমাদের সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে। বকেয়া থাকা উন্নয়ন কাজ দ্রুত করা হবে।’’

তৃণমূলে যোগ দেওয়া নিয়ে বৃহস্পতিবার মঞ্জুদেবী বলেন, ‘‘আমাকে প্রধান হিসেবে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তবে জেল হেফাজতে থাকা স্বামীর জামিনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি পঞ্চায়েতের কাজে যোগ দিতে চাই না। স্বামীর জামিন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাই।’’ মঞ্জুদেবীর এই মন্তব্যকেই হাতিয়ার করেছে বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, মিথ্যা মামলায় গুরুপদবাবুকে ফাঁসিয়ে পরোক্ষে মঞ্জুদেবীর উপরে চাপ সৃষ্টি করে, ভয় দেখিয়ে তাঁকে তৃণমূলে যোগ দিতে বাঝ্য করেছে শাসক দলের স্থানীয় নেতৃত্ব।

বিজেপির তমলুক জেলা সভাপতি প্রদীপ দাসের অভিযোগ, ‘‘পঞ্চায়েত ভোটে তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করে শ্রীরামপুর-১ পঞ্চায়েতের মানুষ তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়েছিল। বিপুল জনসমর্থন পেয়েই বিজেপির সদস্য হিসেবে মঞ্জুদেবী প্রধান হন। কিন্তু পুলিশ-প্রশাসন ও দলের গুন্ডাদের কাজে লাগিয়ে পঞ্চায়েত অফিসে মঞ্জুদেবীকে কাজ বাধা দেওয়া ও হুমকি দিয়েছিল তৃণমূল। তাঁর বাড়িতে হামলা ও স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে তাঁকে গ্রেফতার করে ভয় দেখিয়ে মঞ্জুদেবীকে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছে।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘মুখেই শুধু শাসক দলের নেতা-নেত্রীরা গণতন্ত্রের কথা বলেন। এই ঘটনায় মানুষের রায়কেই ওঁরা পদদলিত করলেন।’’

তৃণমূল নেতা সোমনাথ বেরার অবশ্য দাবি, ‘‘এলাকায় উন্নয়ন কাজের জন্য মঞ্জুদেবী সহ কয়েকজন সদস্য আমাদের দলে যোগ দিতে চাইছিলেন। তাঁরা স্বেচ্ছায় আমাদের দলে এসেছেন। বিজেপির এই সব অভিযোগ একেবারেই ভিত্তিহীন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Manju Bera BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE