Advertisement
১৯ এপ্রিল ২০২৪

হাতে ‘গাছ বোমা’ ফেটে আহত বিজেপি কর্মী 

স্থানীয় সূত্রের খবর, বুধবার  দুপুরে বাকচার আন্ধারিয়া গ্রামে সনাতন ভৌমিক নামে আহত বছর তিরিশের এক যুবকের হাতে বোমা ফেটে যায়। পেশায় ইটভাটার কর্মী সনাতন এলাকায় বিজেপি কর্মী হিসাবে পরিচিত। তাঁর দাদা উত্তম আবার তৃণমূলের কর্মী হিসাবে পরিচিত। উত্তমও গ্রামের ইটভাটায় কাজ করেন। 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ময়না শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ০১:২১
Share: Save:

পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছিল। এবার ময়নার বাকচায় বোমা ছোড়ার চেষ্টার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। স্থানীয় তৃণমূলের অভিযোগ, তাদের দলীয় কর্মীদের উপরে হামলা করতে যাওয়ার সময় ওই বিজেপি’র কর্মীর হাতেই বোমাটি ফেটে গিয়েছে। যদিও বিজেপি’র পাল্টা দাবি, আক্রমণের জন্য নয়, ওই ব্যক্তির হাতে নিষিদ্ধ শব্দবাজি গাছ বোমা ফেটেছে। আর ওই ব্যক্তি তাঁদের দলীয় কর্মীও নন।

স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুরে বাকচার আন্ধারিয়া গ্রামে সনাতন ভৌমিক নামে আহত বছর তিরিশের এক যুবকের হাতে বোমা ফেটে যায়। পেশায় ইটভাটার কর্মী সনাতন এলাকায় বিজেপি কর্মী হিসাবে পরিচিত। তাঁর দাদা উত্তম আবার তৃণমূলের কর্মী হিসাবে পরিচিত। উত্তমও গ্রামের ইটভাটায় কাজ করেন।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সনাতন কয়েকদিন ধরেই উত্তমকে বিজেপিতে যোগ দেওযার জন্য চাপ দিচ্ছিলেন। এ নিয়ে এ দিন দুপুরে ইটভাটায় দু’জনের মধ্যে গোলমাল বাধে। সে সময় সনাতন সেখান থেকে চলে এসেছিলেন। এরপর মদ্যপ অবস্থায় তিনি বোমা নিয়ে ইটভাটার দিকে যাচ্ছিলেন বলে অভিযোগ। তবে পথেই সেই বোমা হাতে ফেটে যায়। তাঁকে উদ্ধার করে সেখান থেকে চলে যান বিজেপি কর্মীরা।

স্থানীয় তৃণমূল নেতা বিকাশ মণ্ডল বলেন, ‘‘বিজেপি কর্মীরা বোমাবাজি-সহ নানা ভাবে গোলমাল পাকানোর চেষ্টা করছে। এ দিন বিজেপি কর্মী সনাতন বোমা নিয়ে আমাদের দলের কর্মীর উপর হামলা করতে যাচ্ছিলেন। পথে তাঁর হাতে বোমা ফেটে গিয়েছে।’’ বিকাশের অভিযোগ, ‘‘কিছুদিন আগে ওই গ্রামে আমাদের পঞ্চায়েত সদস্যের কাকা ভূদেব জানার উপর আক্রমণ করেছিলেন বিজেপি কর্মীরা। তিরবিদ্ধ হয়েছিলেন ভূদেব। এবার বিজেপি কর্মীরা ফের গোলমালের চেষ্টা করছে।’’

তৃণমূলের ওই অভিযোগ অস্বীকার করেছে বিজেপির ময়না ব্লক (দক্ষিণ) সভাপতি অলক বেরা। তিনি বলেন, ‘‘সনাতন আমাদের দলের কর্মী নয়। তৃণমূলেরই বিক্ষুদ্ধ গোষ্ঠীর সমর্থক। মঙ্গলবার রাতে ওই গ্রামে পুজো উপলক্ষে গাছ বোমা ফাটানো হয়েছিল। একটি না ফাটা বোমা রাস্তায় পড়েছিল। এ দিন দুপুরে সনাতন মদ্যপ অবস্থায় সেই গাছ বোমাটি তুলে নাড়াচাড়া করতে তা ফেটে যায়। সনাতান এভাবেই আহত হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনার সঙ্গে আমাদের দলের সম্পর্ক নেই।’’

এ ব্যাপারে পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘এ দিন দুপুরে এক বিজেপি কর্মী গাছ বোমায় আগুন ধরানোর গিয়ে আহত হয়েছেন। তবে ওই আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা এখনও জানা যায়নি। তাঁর খোঁজে তদন্ত হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Injury Bombing BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE