Advertisement
২০ এপ্রিল ২০২৪

সঙ্কট কাটাতে রক্তদান হবু ডাক্তারদের

জেলায় ডেঙ্গির প্রকোপ। আক্রান্ত দু’শোরও বেশি। কারও কারও প্লেটলেট নেমে যাচ্ছে। তখন রক্তের প্রয়োজন পড়ছে। অথচ, জেলার হাসপাতালগুলোয় পর্যাপ্ত রক্ত নেই।

রক্তদান শিবিরে মেদিনীপুর মেডিক্যালের পড়ুয়ারা। নিজস্ব চিত্র।

রক্তদান শিবিরে মেদিনীপুর মেডিক্যালের পড়ুয়ারা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৩
Share: Save:

জেলায় ডেঙ্গির প্রকোপ। আক্রান্ত দু’শোরও বেশি। কারও কারও প্লেটলেট নেমে যাচ্ছে। তখন রক্তের প্রয়োজন পড়ছে। অথচ, জেলার হাসপাতালগুলোয় পর্যাপ্ত রক্ত নেই।

পরিস্থিতি দেখে রক্তদান শিবিরের আয়োজন করলেন মেডিক্যাল পড়ুয়ারা। মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা স্থগিত রেখেই বৃহস্পতিবার হল শিবির। রক্ত দিলেন শতাধিক হবু ডাক্তার। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৌরভ পালের কথায়, ‘‘এখন রক্তের খুব প্রয়োজন। অনেকে ডেঙ্গিতে আক্রান্ত। তাই এ বছর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান স্থগিত রেখে শিবির করা হল।”

মেডিক্যাল সূত্রে খবর, এখানে গড়ে যেখানে ৭০ ইউনিট রক্ত লাগে, সেখানে সংগ্রহ হয় গড়ে ৪০ ইউনিট রক্ত। অর্থাৎ, দিনে গড়ে ৩০ ইউনিট রক্তের ঘাটতি থাকে। এই অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ক্যাম্পাসেই এ দিন রক্তদান শিবির হয়। কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান তথা মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি মেডিক্যাল পড়ুয়াদের এই উদ্যোগকে কুর্নিশ জানান। শিবিরে রক্ত দেন হবু চিকিৎসক রৈনাক ভৌমিক, সৈকত সেন, প্রমিতা পালরা। রৈনাকদের কথায়, “রক্তের চাহিদা পূরণের লক্ষ্যেই এই শিবির।’’

গত ২৫ অগস্ট মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবস ছিল। জন্মাষ্টমীর জন্য ছুটি ছিল সে দিন। ছাত্র সংসদের প্রাথমিক সিদ্ধান্ত ছিল, পরে একদিন প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন করা হবে। হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে সিদ্ধান্ত বদল হয়।

সচেতনতায়। কলেজ পড়ুয়াদের ডেঙ্গি নিয়ে সচেতন করতে শিবির হল খড়্গপুরের হিজলি কলেজে। বৃহস্পতিবার এই শিবিরে হাজির ছিলেন জেলা উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা সংক্রমিত রোগের নোডাল অফিসার রবীন্দ্রনাথ প্রধান। ডেঙ্গি মোকাবিলায় কী করণীয় তা পড়ুয়াদের বোঝান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Blood crisis Junior Doctors Blood donation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE