Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিজেপি নেত্রীর বাড়ির কাছে বোমাবাজির নালিশ 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৯টা নাগাদ ঝাড়গ্রামের দিক থেকে একটি গাড়ি জারুলিয়া গ্রামে ঢোকে। গাড়িটিতে জনা সাতেক মুখ বাঁধা যুবক ছিল। অভিযোগ, পঞ্চায়েত সদস্যা বিষ্টু সিংহের বাড়ির সামনে বোমাবাজি করে ওই যুবকরা। স্থানীয়রা বাড়ি থেকে বেরোতেই ওই যুবকরা গাড়িতে চেপে ঝাড়গ্রামের দিকে চম্পট দেয় বলে দাবি বিষ্টুদেবীর।

নিজস্ব সংবাদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ০১:৩৮
Share: Save:

বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল ঝাড়গ্রামের জারুলিয়া গ্রামে। বিজেপির অভিযোগ, তাঁদের পঞ্চায়েত সদস্য বিষ্টু সিংহকে অপহরণ করার চেষ্টা করেছিল তৃণমূলের লোকেরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৯টা নাগাদ ঝাড়গ্রামের দিক থেকে একটি গাড়ি জারুলিয়া গ্রামে ঢোকে। গাড়িটিতে জনা সাতেক মুখ বাঁধা যুবক ছিল। অভিযোগ, পঞ্চায়েত সদস্যা বিষ্টু সিংহের বাড়ির সামনে বোমাবাজি করে ওই যুবকরা। স্থানীয়রা বাড়ি থেকে বেরোতেই ওই যুবকরা গাড়িতে চেপে ঝাড়গ্রামের দিকে চম্পট দেয় বলে দাবি বিষ্টুদেবীর।

বিজেপি পঞ্চায়েত সদস্যা বিষ্টুদেবীর অভিযোগ, ‘‘রাতে রান্না করছিলাম। এমন সময় বাড়ির সদর দরজার কাছে পর পর দু’বার প্রবল শব্দে বাড়ি ঘর কেঁপে ওঠে।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘পিস্তল হাতে মুখ বাঁধা কয়েকজন যুবক ঘরে ঢুকে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমি কোনও মতে ছুটে এক পড়শির বাড়িতে চলে যাই।’’

রাতেই এসডিপিও (ঝাড়গ্রাম) দীপক সরকারের নেতৃত্বে পুলিশ জারুলিয়া গ্রামে তদন্তে যায়। বিষ্টুদেবীর বাড়ির সামনে থেকে দু’টি তাজা বোমা পুলিশ উদ্ধার করে। বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় শতপথী বলেন, ‘‘ তৃণমূল বোর্ড দখলের জন্য প্রশাসন-পুলিশকে ব্যবহার করে আমাদের নির্বাচিত সদস্যদের ভাঙাচ্ছে। ’’

এ দিন জারুলিয়াতে ধিক্কার মিছিল করে বিজেপি। তৃণমূলের ঝাড়গ্রাম জেলা চেয়ারম্যান সুকুমার হাঁসদা বলেন, ‘‘বিজেপি মিথ্যা অভিযোগ করছে।’’

ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠৌর বলেন, ‘‘প্রাথমিক অনুমান, কোনও ব্যক্তিগত আক্রোশ থেকে এই ঘটনা ঘটেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bombing BJP Complaint
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE