Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিজেপি ঠেকাতে বুথ কমিটিতে জোর

ধু বুথ কমিটি নয়, খড়্গপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে পরিষেবা প্রদান নিয়ে কাউন্সিলরদেরও সতর্ক করা হয়েছে। এলাকার উন্নয়নে কাউন্সিলররা যাতে আরও বেশি যত্নবান হন সে দিকেও নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

খড়্গপুর পুরসভা। ফাইল চিত্র।

খড়্গপুর পুরসভা। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৮ ০১:২১
Share: Save:

বছর ঘুরলেই লোকসভা ভোট। তারপর বছর ঘুরলে ২০২০ সালের পুরসভা নির্বাচন। গত লোকসভা ভোট হোক বা পুর নির্বাচন, খড়্গপুরে বিজেপির বাড়বাড়ন্ত চিন্তার ভাঁজ ফেলে শাসকদলের নেতাদের কপালে। আসন্ন নির্বাচনে রেলশহরে বিজেপিকে ঠেকাতে প্রতিটি ওয়ার্ডে বুথ কমিটি গড়ার সিদ্ধান্ত নিল তৃণমূলের শহর কমিটি।

শুধু বুথ কমিটি নয়, খড়্গপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে পরিষেবা প্রদান নিয়ে কাউন্সিলরদেরও সতর্ক করা হয়েছে। এলাকার উন্নয়নে কাউন্সিলররা যাতে আরও বেশি যত্নবান হন সে দিকেও নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সে জন্য প্রতিটি এলাকায় বুথ কমিটি গড়ে তোলা আবশ্যক বলে কাউন্সিলরদের জানানো হয়েছে। শুক্রবার আয়োজিত বৈঠকে ছিলেন তৃণমূলের শহর সভাপতি তথা কাউন্সিলর রবিশঙ্কর পাণ্ডে, পুরপ্রধান প্রদীপ সরকার প্রমুখ। ছিলেন প্রায় ২০টি ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলররা।

দলের খড়্গপুর শহর সভাপতি রবিশঙ্কর পাণ্ডে বলেন, “ইতিমধ্যেই দু’টি বুথ কমিটি গড়েছি। তবে প্রতিটি ওয়ার্ডে এই বুথ কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ উন্নয়নের পরেও জঙ্গলমহলে আমাদের দলকে ধাক্কা খেতে হয়েছে। পরিস্থিতির উল্লেখ করে কাউন্সিলরদের বলেছি এলাকার উন্নয়নের পাশাপাশি বুথ কমিটি গড়ে যোগাযোগ নিবিড় করতে হবে।” কিন্তু প্রশ্ন উঠছে, পুরসভায় এমন বৈঠক কেন? এ বিষয়ে পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, “আমাদের দলের কাউন্সিলরদের নিয়ে মূলত ওয়ার্ডের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করতে বৈঠকে বসেছিলাম। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের কাজে মনোযোগ দিতেও বলা হয়েছে। উন্নয়নের টাকা যাতে উন্নয়নের কাজে খরচ হয় সেটা মানুষের কাছে স্পষ্ট করতে বলা হয়েছে।’’ তাঁর কথায়, ‘‘উন্নয়ন ও মানুষের সঙ্গে সুসম্পর্ক একমাত্র যে আগামী দিনে বিরোধী শক্তিকে ঠেকাতে কাজে আসবে সেটা কাউন্সিলরদের বুঝিয়ে বলা হয়েছে। আর কাউন্সিলরেরা যে হেতু আমাদের দলের তাই সংগঠনের বিষয়ে কথা হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE