Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চেয়ারম্যানকে ফোনে খুনের ‘হুমকি’ 

অজানা নম্বর থেকে আসা ফোনে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে থানায় অভিযোগ করলেন চন্দ্রকোনা পুরসভার চেয়ারম্যান অরূপ ধাড়া। রবিবার বিকেলে চন্দ্রকোনা থানায় অভিযোগ দায়ের হয়। অরূপবাবুর অভিযোগ, “কয়েক মাস ধরেই এক অজানা নম্বর থেকে নানা কুকথা বলা হচ্ছিল। রবিবার সকালে ফোন করে খুনের হুমকিও দেওয়া হয়।”

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
চন্দ্রকোনা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

অজানা নম্বর থেকে আসা ফোনে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে থানায় অভিযোগ করলেন চন্দ্রকোনা পুরসভার চেয়ারম্যান অরূপ ধাড়া। রবিবার বিকেলে চন্দ্রকোনা থানায় অভিযোগ দায়ের হয়। অরূপবাবুর অভিযোগ, “কয়েক মাস ধরেই এক অজানা নম্বর থেকে নানা কুকথা বলা হচ্ছিল। রবিবার সকালে ফোন করে খুনের হুমকিও দেওয়া হয়।”

জানা গিয়েছে, নিজের পরিচয় গোপন রেখে অন্যকে উত্ত্যক্ত করা কিংবা হুমকি দেওয়া নতুন নয়। এমন অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, যে নম্বর থেকে ফোন আসছে তার কাগজপত্র হয়তো অন্য কারও নামে রয়েছে। অর্থাৎ যিনি হুমকি দিচ্ছেন ও যিনি সিমের মালিক তাঁরা দু’জন এক নাও হতে পারেন। তা ছাড়া পরিচয়পত্র জালিয়াতির ঘটনাও নতুন নয়। পুলিশ অবশ্য জানিয়েছে, যে নম্বর থেকে হুমকির ফোন এসেছে সেটি শনাক্ত করার চেষ্টা চলছে। সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

বেশ কয়েক মাস ধরেই চন্দ্রকোনার তাবড় নেতা-নেত্রী সহ খোদ বিধায়ক ছায়া দোলইকেও হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। অভিযোগ, তৃণমূল নেতা সৌগত দণ্ডপাট, পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষকেও একই হুমকি দেওয়া হচ্ছিল। যদিও অভিযোগ হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE