Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ছাগল চুরি ঘিরে ধুন্ধুমার, পুড়ল বাইক

খোদ ঝাড়গ্রাম শহরে ছাগল চুরির অভিযোগে দুই সিভিক ভলান্টিয়ারকে পাকড়াও করে গণ ধোলাই দিল জনতা। অভিযুক্তদের মোটর বাইকটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম শহরের সেটেলমেন্ট মোড়ের কাছে ওই ঘটনায় অভিযুক্ত দুই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।

জ্বলছে মোটর বাইক।—নিজস্ব চিত্র।

জ্বলছে মোটর বাইক।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৫ ০১:২১
Share: Save:

খোদ ঝাড়গ্রাম শহরে ছাগল চুরির অভিযোগে দুই সিভিক ভলান্টিয়ারকে পাকড়াও করে গণ ধোলাই দিল জনতা। অভিযুক্তদের মোটর বাইকটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম শহরের সেটেলমেন্ট মোড়ের কাছে ওই ঘটনায় অভিযুক্ত দুই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃত বছর পঁচিশের তন্ময় বেরা ও তাঁর ভাই বছর তেইশের চিন্ময় বেরার বাড়ি ঝাড়গ্রামের নহরিয়া গ্রামে। দু’জনেই ঝাড়গ্রাম থানার সিভিক ভলান্টিয়ার। প্রহৃত দুই অভিযুক্তকে পুলিশ উদ্ধার করতে এলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পুলিশের সঙ্গে বাসিন্দাদের ধস্তাধস্তিও হয়। সেটেলমেন্ট মোড়ে কিছুক্ষণ অবরোধও করেন এলাকাবাসী।

পুলিশ সূত্রের খবর, ছাগল চুরির অভিযোগে তন্ময় ও চিন্ময়কে গ্রেফতার করা হয়। পুলিশের কাজে বাধা দানের অভিযোগে পাঁচ জন বাসিন্দাকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে এগারোটা নাগাদ অরণ্যশহরের সেটেলমেন্ট মোড়ের কাছে রঘুনাথপুর এলাকার এক বাসিন্দার ছাগল চুরি যায়। ভোলানাথ মুখোপাধ্যায় নামে ওই বাসিন্দার গৃহপালিত কয়েকটি ছাগল তাঁর বাড়ির সামনে চরে বেড়াচ্ছিল। ভোলানাথবাবু তখন বাড়ির উঠোনেই বসেছিলেন। ওই সময় একটি মোটর বাইকে সওয়ার দুই যুবক আচমকা একটি ছাগল তুলে নিয়ে চম্পট দেন। ভোলানাথবাবু চিত্‌কার করতে ওই মোটর বাইকটির পিছনে ছুটতে থাকেন। তাঁর চিত্‌কার শুনে রঘুনাথপুর ক্যানেল পাড় এলাকার স্থানীয় কিছু বাসিন্দাও মোটর বাইক নিয়ে অভিযুক্ত দুই যুবকের পিছু ধাওয়া করেন। শহরের উপকন্ঠে কলাবনি মোড়ের কাছে ছাগল সমেত ধরা পড়ে যান দুই অভিযুক্ত। এরপর তাঁদের ধরে এনে সেটেলমেন্ট মোড়ের কাছে বেধড়ক মারধর করা হয়। ঝাড়গ্রাম থানায় খবর দেন এলাকাবাসী। কিন্তু পুলিশ দেরি করে আসার অভিযোগে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। বাসিন্দাদের অভিযোগ, দিন দুপুরে প্রায়ই এলাকায় ছাগল চুরি হচ্ছিল। প্রায় আধঘন্টা পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ চলে।

বাসিন্দাদের বুঝিয়ে-সুজিয়ে প্রহৃত দুই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। তবে দুই অভিযুক্তের মোটর বাইকটি সেটেলমেন্ট মোড়ের কাছেই পড়েছিল। ততক্ষণে এলাকায় রটে যায় যে, অভিযুক্তরা সিভিক ভলান্টিয়ার। এরপরই ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের মোটর বাইকটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এসডিপিও (ঝাড়গ্রাম) বিবেক বর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের কাজে বাধা দানের অভিযোগে পাঁচ জন বাসিন্দাকেও গ্রেফতার করা হয়। ধৃত অভিযুক্তদের আজ, শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হবে।

তবে এই ঘটনা নিয়ে ঝাড়গ্রাম পুলিশ জেলার কোনও আধিকারিকই মন্তব্য করতে চান নি। বার বার ফোন করা হলেও ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ভারতী ঘোষের সঙ্গে যোগাযোগ করা যায় নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE