Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আজ মমতার সভা, কড়া নজরদারি  

ডেবরার পূর্ত দফতরের অফিসের মাঠেই গড়া হয়েছে হেলিপ্যাড। মাঠের অদূরে পশ্চিম বেগুনিতে হবে সভা। বুধবার বেলা ৩টে নাগাদ সভা শুরু হওয়ার কথা।

ডেবরায় মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি। মঙ্গলবার। ছবি: দেবরাজ ঘোষ

ডেবরায় মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি। মঙ্গলবার। ছবি: দেবরাজ ঘোষ

নিজস্ব সংবাদদাতা
ডেবরা ও মেদিনীপুর শেষ আপডেট: ২১ মার্চ ২০১৮ ০১:৪৮
Share: Save:

দু’দিনের সফরে আজ, বুধবার জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের প্রথমদিনে আজ ডেবরায় প্রশাসনিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী। সেই মতো মঙ্গলবারই সারা হয়েছে প্রস্তুতি। প্রশাসনিক সভা সেরে রাতে মেদিনীপুরের সার্কিট হাউসে থাকবেন মমতা। সেই উপলক্ষে সেজে উঠেছে পশ্চিম মেদিনীপুরের সদর শহরও।

ডেবরার পূর্ত দফতরের অফিসের মাঠেই গড়া হয়েছে হেলিপ্যাড। মাঠের অদূরে পশ্চিম বেগুনিতে হবে সভা। বুধবার বেলা ৩টে নাগাদ সভা শুরু হওয়ার কথা। সভা শেষে গাড়িতেই মেদিনীপুরে আসবেন তিনি। মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে জোরদার নিরাপত্তারও বন্দোবস্ত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সবমিলিয়ে প্রায় দু’হাজার পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে। নজরদারি চালাতে হেলিপ্যাডে ৪টি ও সভাস্থলে ১২টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। সভাস্থলের মাঠে কন্যাশ্রী, সবুজশ্রী, মৎস্য দফতর, কৃষি দফতর, কুটির শিল্প দফতর-সহ ৩৩টি স্টল গড়া হয়েছে। খড়্গপুরের মহকুমাশাসক সুদীপ সরকার বলেন, “মঙ্গলবারই সব প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে। বিভিন্ন প্রকল্পে মুখ্যমন্ত্রী যাঁদের হাতে সুবিধা তুলে দেবেন সেই প্রাপকদের তালিকার কাজ চলছে।”

কাল, বৃহস্পতিবার মেদিনীপুর শহরে প্রশাসনিক বৈঠক করবেন মমতা। তাই শহর মেদিনীপুরেও সাজ সাজ রব। কোথাও চলছে ত্রিফলা বাতি মেরামতি, তো কোথাও সাফাই। মুখ্যমন্ত্রী আসছেন। মেদিনীপুর শহরের কেরানিতলা মোড়ের পাশের কয়েকটি ত্রিফলা দেখভালের অভাবে খারাপ হতে বসেছিল। যুদ্ধকালীন তত্পরতায় ত্রিফলাগুলি মেরামতি করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে মেদিনীপুরে তোরণ করা হয়েছে। মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু মানছেন, “শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যেই বেশ কিছু কাজ হচ্ছে। এই সময়ে কাজ অনেকটা এগিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Debra CM Meeting Surveillance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE