Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Coronavirus in West Bengal

বাড়ছে ভিন্ রাজ্য ফেরত 

জেলাশাসক রশ্মি কমলের অবশ্য দাবি, ‘‘জেলা থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপই করা হচ্ছে।’’

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৯ মার্চ ২০২০ ০১:২৭
Share: Save:

পশ্চিম মেদিনীপুরে লাফিয়ে বাড়ছে ভিন্ রাজ্য ফেরত মানুষের সংখ্যা। শুরুতে অনেকে আত্মগোপন করেছিলেন। পরে পরে তাঁদের খোঁজ মিলতে শুরু করেছে।

শনিবার পর্যন্ত ২৫,৬৬০ জন ভিন্ রাজ্য ফেরত মানুষকে চিহ্নত করা সম্ভব হয়েছে বলে জেলা প্রশাসনেরই এক সূত্রে খবর। ওই সূত্র জানাচ্ছে, এঁদের সকলেই এখন গৃহ পর্যবেক্ষণে (হোম কোয়রান্টিন) রয়েছেন। ভিন্ রাজ্য ফেরত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করছে ওই সূত্র। শনিবারও কয়েকজন চিহ্নিত হয়েছেন।

জেলাশাসক রশ্মি কমলের অবশ্য দাবি, ‘‘জেলা থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপই করা হচ্ছে।’’ একই সুরে জেলা পুলিশ সুপার দীনেশ কুমারের বলেন, ‘‘এখন সকলকে সতর্ক থাকতে হবে। অযথা আতঙ্কের কিছু নেই।’’

জেলা প্রশাসনের এক সূত্রে খবর, ২৬ মার্চ নতুন করে ১,১১৭ জন ভিন্ রাজ্য ফেরত মানুষ চিহ্নিত হন। ২৭ মার্চ ৪৩৮ জন চিহ্নিত হয়েছেন। আর শনিবার একদিনেই চিহ্নিত হয়েছেন ৪৯১১ জন। করোনা পরিস্থিতির পর্যালোচনায় এখন প্রায় প্রতিদিনই জেলায় বৈঠক হচ্ছে। ব্লকগুলির সঙ্গে ভিডিয়ো-বৈঠকও হচ্ছে। জেলা প্রশাসনের এক সূত্র মানছে, গত কয়েক দিনে ভিন্ রাজ্য থেকে ফিরে আসার পরেও অনেকে আত্মগোপন করেছিলেন। পরে বিভিন্ন মাধ্যমকে সক্রিয় করা হয়। ব্লকস্তরে ‘কুইক রেসপন্স টিম’ হয়। এঁদের খুঁজে বার করার জন্য স্বাস্থ্য দফতর আশাকর্মীদের নির্দেশ দেয়। জেলা পুলিশের তরফেও সিভিক ভলান্টিয়ারদের খবর দিতে বলা হয়।

জেলা স্বাস্থ্য দফতরের এক সূত্র জানাচ্ছে, ভিন্ রাজ্য ফেরত সকলের থার্মাল স্ক্রিনিং করা হয়েছে। এক স্বাস্থ্য আধিকারিকের স্বীকারোক্তি, ‘‘ভিন্ রাজ্য থেকে দলে দলে স্থানীয় বাসিন্দারা ফিরে এসেছেন। সকলের জন্য থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে।’’ জেলায় ৭৮টি কোয়রান্টিন সেন্টার খোলার তোড়জোড় শুরু হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরার দাবি, ‘‘ভিন্ রাজ্য থেকে যাঁরা ফিরেছেন, তাঁদের নজরবন্দি করা হয়েছে।’’

অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE