Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Dev

ঘাটালে দেব-সফর বাতিল 

দিনকয়েক আগেই ঘাটাল কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের পরিচালন কমিটির নতুন বোর্ড তৈরি হয়েছে।

দেব। ফাইল চিত্র।

দেব। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২০ ০৫:৩৫
Share: Save:

তারকা সাংসদ দীপক অধিকারীর (দেব) ঘাটাল সফর আপাতত বাতিল হল। আজ, বৃহস্পতিবার ঘাটাল শহরে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।

দিনকয়েক আগেই ঘাটাল কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের পরিচালন কমিটির নতুন বোর্ড তৈরি হয়েছে। সেখানে যাঁরা সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তাঁরা সাংসদ গোষ্ঠীর লোক বলেই পরিচিত। তাঁদের সংবর্ধনা অনুষ্ঠানেই আসার কথা ছিল দেবের। কিন্তু বুধবার সেই অনুষ্ঠান বাতিল হয়। তবে আজই মেদিনীপুরে এক অনুষ্ঠানে থাকার কথা রয়েছে সাংসদের। সাংসদ বলেন, ‘‘নব-নির্বাচিতদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যাচ্ছি না, কারণ এটা সেলিব্রেশনের সময় নয়। এখন নিঃশব্দে মানুষের জন্য কাজ করতে হবে। আমি গেলে ভিড় হবে, সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না। তাই ওই অনুষ্ঠানে যাওয়া বাতিল করেছি। তবে মেদিনীপুরে যাচ্ছি। ওখানে আমার বুধবার যাওয়ার কথা ছিল। কিন্তু লকডাউন থাকায় বৃহস্পতিবার যাচ্ছি।’’ তিনি জানান, ওখানে দলের কোর কমিটির বৈঠক রয়েছে। তারপর জেলাশাসকের সঙ্গেও বৈঠক রয়েছে। তবে ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই অবশ্য বলেছেন, ‘‘সাংসদ আসবেন বলে আমি জানতামও না। তাই এই নিয়ে কিছু বলার নেই।’’

তৃণমূল সূত্রে খবর, গত লোকসভা ভোটের সময় থেকেই ঘাটালে বিধায়ক ও সাংসদ গোষ্ঠীর মধ্যে টানাপড়েন শুরু হয়। কয়েক মাস ধরে দলের অন্দরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছেন ঘাটালের তৃণমূল বিধায়ক শঙ্কর দোলই। সোমবার ঘাটাল কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের ক্ষমতাও হাতছাড়া হয়েছে শঙ্করের। ঘাটালের পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ স্তর থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে, ঘাটাল কলেজের পরিচালন কমিটির সভাপতির পদ থেকেও শঙ্করকে সরানোর তোড়জোড় শুরু হয়েছে। সোমবার বিজেপি কর্মীদের সঙ্গে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দেখা যায় শঙ্করকে। সেই প্রসঙ্গে সাংসদ অবশ্য কিছু বলতে চাননি। তাঁর কথায়, ‘‘এটা ওঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি এই নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dev Ghatal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE