Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শিল্প সম্মেলনের জের, বুকিং বাতিল পর্যটকদের

বুকিং বাতিলের কথা মেনে নিয়েছেন দিঘা হোটেল মালিক সংগঠনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী।

দিঘায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। —ফাইল চিত্র।

দিঘায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দিঘা শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ ০১:২৩
Share: Save:

সৈকত শহরে প্রথমবার হতে চলেছে শিল্প সম্মেলন। সারা দেশ থেকে আসবেন শিল্পপতিরা। সেই অতিথিদের থাকার ব্যবস্থা করতে গিয়ে ‘কপাল পুড়ছে’ পর্যটকদের একাংশের। দিঘার হোটেল মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, শিল্পপতিদের থাকার জন্য বেশ কয়েকটি হোটেলে পর্যটকদের আগাম বুকিং বাতিল করা হয়েছে।

শীতের মরসুমের দিঘায় পর্যটকদের ঢল নামে। এই সময়েই আগামী ১১ ডিসেম্বর থেকে দু’দিনব্যাপী ‘বিজনেস কনক্লেভ’ হচ্ছে দিঘায়। রাজ্য সরকারের এই শিল্প সম্মেলনে কোন কোন শিল্পপতি আসবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে দেশ-বিদেশের বহু শিল্পপতি দিঘায় হাজির থাকবেন, একথা মেনে নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। তাঁদের থাকা এবং আপ্যায়নের মূল দায়িত্বে রয়েছে রাজ্যের শিল্পোন্নয়ন নিগম। সংস্থার এক আধিকারিক বলেন, ‘‘শিল্পপতি এবং অন্য আমন্ত্রিতদের জন্য ৫০টির মতো আধুনিক সুবিধা যুক্ত হোটেল বুকিং করা হয়েছে। আগামী ১০-১২ ডিসেম্বর পর্যন্ত ওই হোটেলের সব রুম ইতিমধ্যেই আমরা বুকিং করিয়েছি।’’

ওই কারণে আগামী ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ওই সব হোটেলে সাধারণ পর্যটকের অগ্রিম বুকিং বাতিল করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হোটেল মালিকেরা। এতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ওই কয়েকদিন দিঘায় বেড়াতে আসতে ইচ্ছুক পর্যটকেরা এখন সমস্যায় পড়েছেন।

হুগলির চন্দননগর থেকে দিঘা বেড়াতে আসার কথা ছিল প্রিয়াঙ্কা শর্মার। তিনি বলেন, ‘‘মেয়ের পরীক্ষা শেষ হচ্ছে। তাই আগামী ১০ ডিসেম্বর সপরিবারে দিঘা যাব বলে ঠিক করেছিলাম। কিন্তু ওল্ড দিঘায় যে হোটেল বুক করা হয়েছিল, গত বুধবার তারা সেই বুকিং বাতিল করা হয়েছে বলে জানিয়ে দিয়েছে। অনলাইন মারফত পাঠানো বুকিংয়ের টাকাও ফেরত পেয়ে গিয়েছি। এখন নতুন করে হোটেল পেতে সমস্যা হবে।’’

উল্লেখ্য, ওল্ড এবং নিউ দিঘায় প্রায় এক হাজারেরও বেশি হোটেল রয়েছে। রেল এবং সড়ক পথে যোগাযোগ ভাল হওয়ায় সম্প্রতি সারা বছরই পর্যটকদের গন্তব্য তালিকায় রয়েছে দিঘা। কিন্তু ডিসেম্বরে সৈকত শহরে পর্যটকদের বাড়তি চাপ লেগেই থাকে। মাধ্যমিক স্তরে স্কুল পড়ুয়াদের পরীক্ষা শেষ হয়ে যায় এই সময়। অনেকেই সপরিবারে বেড়াতে আসেন বছর শেষে মাসে। কিন্তু তাঁদের সেই ঘোরায় এবার ‘থাবা’ বসিয়েছে শিল্প সম্মেলন।

বুকিং বাতিলের কথা মেনে নিয়েছেন দিঘা হোটেল মালিক সংগঠনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী। তিনি বলেন, ‘‘পর্যটকেরা আগামী ১০-১২ ডিসেম্বর আসতে চেয়ে অনেক আগে থেকেই বুকিং করেছিলেন। কিন্তু শিল্প সম্মেলনের কারণে সরকারিভাবে অনেকগুলি হোটেল বুকিং করা হয়েছে। তাই ওই সব হোটেলে পর্যটকদের বুকিং বাতিল করে তাঁদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।’’

অবশ্য শিল্প সম্মেলনে আমন্ত্রিত শিল্পপতি এবং অন্য ভিআইপিদের থাকায় সৈকত শহরে পর্যটকদের কোনও অসুবিধে হবে না দাবি করেছে প্রশাসন। কাঁথির মহকুমাশাসক শুভময় ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘অতিথিদের থাকার জন্য হোটেল বুকিংয়ের ব্যবস্থা শিল্পোন্নয়ন নিগম করছে। তবে তারা খুব অল্প সংখ্যক হোটেল বুকিং করেছে। এতে পর্যটকদের কোনও অসুবিধে হবে না। উল্টে শিল্প সম্মেলনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সাক্ষী হতে পারবেন পর্যটকেরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Business Summit Digha Hotels Travellers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE