Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মদ্যপদের মারে মৃত্যুর অভিযোগ

পুলিশ জানায়, মৃতের নাম অরুণ সামন্ত (৫৫)। বাড়ি আগরা অঞ্চলের সরবনি গ্রামে। তিনি রাঁধুনির কাজ করতেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
গড়বেতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৯ ০১:২১
Share: Save:

মদ খাওয়ার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল রবিবার, অষ্টমীর রাতে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার আগরার ওই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মৃতের নাম অরুণ সামন্ত (৫৫)। বাড়ি আগরা অঞ্চলের সরবনি গ্রামে। তিনি রাঁধুনির কাজ করতেন। ধৃতদের নাম, সাহেব সাঁতরা, জিৎ সাঁতরা ও শ্যামলদাস মোদক। সাহেব সিভিক ভলান্টিয়ার। ধৃতদের বাড়ি স্থানীয় কপাটকাটা গ্রামে। মৃতের ছেলে সন্তু সামন্তের অভিযোগ, ‘‘বাবাকে রাতে বেধড়ক মারধর করা হয়। রাতেই গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।’’ সোমবার স্থানীয় বাসিন্দাদের একাংশ ওই এলাকায় একটি চোলাইয়ের ঠেক ভাঙচুর করে।

মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সোমবার ধৃতদের গড়বেতা আদালতে তোলা হলে তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ঘটনায় অন্য কারণ আছে কি না, জানার চেষ্টা করছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Death Lynching
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE