Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বিজ্ঞপ্তি জারি হতেই শুরু ভোট প্রস্তুতি

আগামী ২৫ এপ্রিল পশ্চিম মেদিনীপুরের যে ৬টি পুরসভায় নির্বাচন, বুধবারই তার বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। আর তারপর থেকেই জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। ২৫ মার্চ পর্যন্ত মনোনয়ন চলবে। ২৬ মার্চ মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে। ২৮ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২০ মার্চ ২০১৫ ০১:০৬
Share: Save:

আগামী ২৫ এপ্রিল পশ্চিম মেদিনীপুরের যে ৬টি পুরসভায় নির্বাচন, বুধবারই তার বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। আর তারপর থেকেই জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। ২৫ মার্চ পর্যন্ত মনোনয়ন চলবে। ২৬ মার্চ মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে। ২৮ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

খড়্গপুর পুরসভার মনোনয়নপর্ব চলবে খড়্গপুর মহকুমাশাসকের কার্যালয় ক্যাম্পাসে। ঘাটাল মহকুমার পাঁচটি পুরসভার মনোনয়নপর্ব চলবে ঘাটাল মহকুমাশাসকের কার্যালয় ক্যাম্পাসে। মনোনয়নপর্ব সুষ্ঠু ভাবে মেটাতে মোট ২০টি টেবিলের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে খড়্গপুর পুরসভার জন্য ৭টি, ঘাটালের জন্য ৪টি, খড়ারের জন্য ২টি, ক্ষীরপাইয়ের জন্য ২টি, রামজীবনপুরের জন্য ২টি এবং চন্দ্রকোনার জন্য ৩টি। কোন ওয়ার্ডের মনোনয়নপর্ব কোন টেবিলে চলবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

জেলার যে ৬টি পুরসভায় নির্বাচন, সেখানে মোট ওয়ার্ড রয়েছে ৯৫টি। এর মধ্যে সব থেকে বেশি ওয়ার্ড রয়েছে খড়্গপুরে, ৩৫টি। ঘাটালে ১৭টি, চন্দ্রকোনায় ১২টি, ক্ষীরপাইয়ে ১০টি, রামজীবনপুরে ১১টি, খড়ারে ১০টি। জেলা প্রশাসন সূত্রে খবর, ৬টি পুরসভায় মোট ভোটার ৩,০২,৫১৩ জন। এর মধ্যে পুরুষ ১,৫২,৭৯৩ জন। এবং মহিলা ১,৪৯,৭১৮ জন। অনান্য ২ জন। এই ৬টি পুরসভার মধ্যে একমাত্র ক্ষীরপাইয়ে ভোটার সংখ্যায় পুরুষদের টেক্কা দিয়েছে মহিলারা। ক্ষীরপাইয়ে মোট ১১,৮৯০ জন ভোটারের মধ্যে পুরুষ ৫,৮৯৩ জন, মহিলা ৫,৯৯৬ জন, অনান্য ১ জন। ৬টি পুরসভায় মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৩৭৬টি। এই ভোট কেন্দ্রগুলো রয়েছে ২০৪টি ক্যাম্পাসে। খড়্গপুরে ভোটগ্রহণ কেন্দ্র ২৬৫টি, ঘাটালে ৪৮টি, খড়ারে ১২টি, রামজীবনপুরে ১৭টি, ক্ষীরপাইয়ে ১৩টি, চন্দ্রকোনায় ২১টি। খড়্গপুরের ভোটগ্রহণ কেন্দ্রগুলো রয়েছে ১১৬টি ক্যাম্পাসে। ঘাটালে ৩৩টি, খড়ারে ১২টি, রামজীবনপুরে ১২টি, ক্ষীরপাইয়ে ১১টি, চন্দ্রকোনায় ২০টি। জেলা প্রশাসন জানিয়েছে, পুরসভা নির্বাচন সুষ্ঠু ভাবে করতে প্রয়োজনীয় সব পদক্ষেপই করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE