Advertisement
২৬ এপ্রিল ২০২৪

প্রত্যাশা মতোই জেলা সভাধিপতি

সভাধিপতি পদটি অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষিত। ফলে বিদায়ী সভাধিপতি মধুরিমা মণ্ডলের জায়গায় নতুন মুখ আসা অনিবার্য ছিলই। সভাধিপতি পদে জেলা পরিষদের বিদায়ী মৎস্য-প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ দেবব্রত দাস ও সহ-সভাধিপতি সুফিয়ানের নাম নিয়ে জল্পনা চলছিল।

নতুন সভাধিপতি দেবব্রত দাসকে স্বাগত জানাচ্ছেন প্রাক্তন সভাধিপতি মধুরিমা মণ্ডল। নিজস্ব চিত্র

নতুন সভাধিপতি দেবব্রত দাসকে স্বাগত জানাচ্ছেন প্রাক্তন সভাধিপতি মধুরিমা মণ্ডল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০২:১০
Share: Save:

প্রত্যাশা অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন সভাধিপতি হলেন দেবব্রত দাস এবং সহ-সভাধিপতি পদে ফিরে এলেন শেখ সুফিয়ান।

সভাধিপতি পদটি অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষিত। ফলে বিদায়ী সভাধিপতি মধুরিমা মণ্ডলের জায়গায় নতুন মুখ আসা অনিবার্য ছিলই। সভাধিপতি পদে জেলা পরিষদের বিদায়ী মৎস্য-প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ দেবব্রত দাস ও সহ-সভাধিপতি সুফিয়ানের নাম নিয়ে জল্পনা চলছিল। তৃণমূলের অন্দরের খবর, অধিকারী পরিবারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে বরাবরই এগিয়ে ছিলেন দেবব্রত। তবু সভাধিপতি নির্বাচন নিয়ে তৈরি হয়েছিল নাটকীয়তা। বৃহস্পতিবার তৃণমূল জেলা সভাপতি শিশির অধিকারী নতুন জেলাপরিষদ সদস্যদের নিয়ে বৈঠক করলেও সভাধিপতি পদে প্রার্থীর নাম জানাননি।

শুক্রবার সকালে সভাধিপতি নির্বাচন সভা শুরুর কিছু আগে জেলা পরিষদের অফিসে জয়ী ৬০ জন তৃণমূলের সদস্যদের নিয়ে শুরু হয় বৈঠক। সেখানে ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি রাজ্য সভাপতি সুব্রত বক্সীর চিঠি নিয়ে এসে বিদায়ী সভাধিপতির হাতে তুলে দেন। সেখানে নির্দেশ দেওয়া হয়, চিঠিতে যার নাম সভাধিপতি হিসেবে মধুরিমাদেবী সভায় প্রস্তাব করবেন, তাঁকেই সমর্থন করতে হবে। সভাধিপতি নির্বাচন সভা শুরুর কিছু আগে জেলা পরিষদ অফিসে আসেন শিশিরবাবু ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। বেলা ১২টা নাগাদ জেলা পরিষদ অফিসের সভাকক্ষে অতিরিক্ত জেলাশাসক ( উন্নয়ন) চিয়াং পালজোর নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করানোর পরেই সভাধিপতি নির্বাচন শুরু হয় । নতুন সভাধিপতি পদে দেবব্রতবাবুর নাম প্রস্তাব করেন বিদায়ী সভাধিপতি। এই প্রস্তাব সমর্থন করেন আনন্দময় আধিকারী। তাঁকে সব সদস্যেরা সমর্থন জানানোয় বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাধিপতি নির্বাচিত হন দেবব্রতবাবু। এরপর সহ-সভাধিপতি পদে সুফিয়ানের নাম প্রস্তাব করেন নতুন সভাধিপতি। প্রস্তাব সমর্থন করেন সদস্য চন্দ্রশেখর মণ্ডল। সুফিয়ানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাধিপতি নির্বাচনের পর দেবব্রতবাবুকে সংবর্ধনা জানান শিশিরবাবু, দিব্যেন্দু-সহ জেলা তৃণমূলের নেতারা। জেলা পরিষদের অফিস প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা সভায় শিশিরবাবু বলেন, ‘‘পূর্ব মেদিনীপুর জেলা গঠনের পর এই প্রথম বিরোধী শুন্যভাবে জেলা পরিষদের বোর্ড ক্ষমতায় এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলার সর্বত্র উন্নয়নের কাজের জন্য এটা সম্ভব হয়েছে । মানুষের প্রত্যশা পূরণের জন্য আমরা আরও উন্নয়নের কাজ করব।’’ নতুন সভাধিপতি বলেন, ‘‘জেলার মানুষের আর্থ -সামাজিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করব।’’ বিদায়ী সভাধিপতি মধুরিমা এ বারও জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁকে জেলা পরিষদে তৃণমূলের দলনেতা হিসেবে ঘোষণা করেছে দলের জেলা নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

President Panchayat Panchayat Election 2018 TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE