Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Ghatal

আসতে দেরি, স্কুলের বাইরে দাঁড়াতে হল শিক্ষকদের

স্থানীয় সূত্রের খবর, প্রথম দিকে পঠনপাঠন কিছুটা ব্যাহত হলেও পরে স্বাভাবিক ক্লাস হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ০১:৫৬
Share: Save:

পড়ুয়ারা দেরি করে এলে অনেক সময় তাদের শ্রেণিকক্ষের বাইরে দাঁড় করিয়ে রাখেন শিক্ষকেরা। এ বার শিক্ষকদের ক্ষেত্রে তাই করলেন পড়ুয়াদের অভিভাবকেরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে ঘাটালের সাদিচক প্রাথমিক স্কুলে।

আলোচনার মাধ্যমে সমস্যা মেটে। স্থানীয় সূত্রের খবর, প্রথম দিকে পঠনপাঠন কিছুটা ব্যাহত হলেও পরে স্বাভাবিক ক্লাস হয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, পঠনপাঠনে বিঘ্ন হয়নি। ঘাটাল চক্রের স্কুল পরিদর্শক সৌমেন দে বলেন, “সাদিচক প্রাথমিক স্কুলে একটা গোলমাল হয়েছে। শিক্ষাবন্ধুর কাছে রিপোর্ট চেয়েছি। তদন্ত করে পদক্ষেপ করা হবে।”

অভিভাবকদের অভিযোগ, স্কুলের শিক্ষকেরা প্রায়ই দেরি করে স্কুলে আসেন। শিক্ষকদের এমন প্রবণতায় ক্ষোভ তৈরি হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এলাকার অনেকে শিক্ষকদের সতর্কও করেন। অভিভাবকদের একাংশ স্কুলে এসে নালিশ জানিয়েছিলেন। কিন্তু অভিযোগ, পরিস্থিতি বদলায়নি। স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে জোটবদ্ধ হয়ে স্কুলে পৌঁছয় অভিভাবকদের একাংশ। কয়েকজন শিক্ষক দেরিতে পৌঁছতেই শুরু হয় বিক্ষোভ। স্কুলের বাইরে দাঁড় করিয়ে রাখা হয় ওই শিক্ষকদের। অভিভাবক বিশ্বনাথ দলুই, বুলু ঘাটি বলেন, ‘‘আগেও শিক্ষকেরা দেরি করে আসতেন। বলার পর ঠিক হয়েছিল। এদিনও তিনজন দেরি করে এসেছেন। তাই বিক্ষোভ দেখানো হয়েছে।’’ প্র‌ধান শিক্ষিকা তনুশ্রী দাসবাগের কথায়, ‘‘স্কুলে গোলমাল হয়েছে। আলোচনার পর সব ঠিক হয়ে গিয়েছে। স্কুলে পঠনপাঠন হয়েছে।’’ মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা স্কুল পরিচালন কমিটির সভাপতি অশোক ঘাটির প্রতিক্রিয়া , ‘‘অভিভাবকদের বিক্ষোভ যুক্তিসঙ্গত। এ দিন ওই শিক্ষকদের স্কুলে সই করতে বারণ করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ghatal School Teacher
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE