Advertisement
২৪ এপ্রিল ২০২৪

গোষ্ঠী পাকানো চলবে না, কড়া বার্তা দোলার

শনিবার দুপুরে ঝাড়গ্রামের দেবেন্দ্রমোহন হলে ঝাড়গ্রামের এক কাগজ কলের আইএনটিটিইউসি সমর্থিত শ্রমিক সংগঠনের বার্ষিক সম্মেলনে এসেছিলেন দোলা।

সম্মেলনে দোলা। নিজস্ব চিত্র

সম্মেলনে দোলা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ২২:৩১
Share: Save:

শিল্প সংস্থায় শাসকদলের শ্রমিক সংগঠনে গোষ্ঠী রাজনীতি চলবে না। এমনই বার্তা দিলেন আইএনটিটিইউসি-র রাজ্য সভানেত্রী তথা সাংসদ দোলা সেন।

শনিবার দুপুরে ঝাড়গ্রামের দেবেন্দ্রমোহন হলে ঝাড়গ্রামের এক কাগজ কলের আইএনটিটিইউসি সমর্থিত শ্রমিক সংগঠনের বার্ষিক সম্মেলনে এসেছিলেন দোলা। দলের শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে দোলা বলেন, ‘‘এমন কোনও কাজ করবেন না, যাতে নেত্রী ও দলের সম্মানহানি হয়। নিজে সতর্ক থাকুন। কোনও কাজ করার আগে দশবার ভাবুন যে, কোনও ‘ফাউল’ করছি না তো!’’ দোলার আরও বার্তা, কারখানায় আইএনটিটিইউসি-র যেন একটাই ইউনিট থাকে। কোনও গোষ্ঠী চলবে না। দল বা সংগঠনের নাম করে কোনও টাকা আদায় করা যাবে না।

দোলার এই বার্তা ঘিরে তৃণমূলের অন্দরেই জোর চর্চা শুরু হয়েছে। কারণ ঝাড়গ্রাম শহরের ওই কাগজ কলে আইএনটিটিইউসি-র দুই গোষ্ঠীর চাপানউতোর রয়েছে। একদিকে রয়েছেন ঝাড়গ্রাম শহর তৃণমূলের সভাপতি প্রশান্ত রায়ের অনুগামী শ্রমিক নেতা প্রভাত ঘোষ। অন্য দিকে, আইএনটিটিইউসি-র ঝাড়গ্রাম জেলা নেতা গৌরাঙ্গ প্রধানের অনুগামী মনোজ প্রধান। প্রভাত ও মনোজ দু’জনেই কারাখানার দু’টি গোষ্ঠীর শ্রমিক ইউনিয়নের সম্পাদক হিসেবে নিজেকে দাবি করেন। এ দিন অবশ্য প্রভাত গোষ্ঠীকে মান্যতা দিয়েছেন দোলা। আইনএটিটিইউসি-র জেলা নেতা গৌরাঙ্গ এবং তাঁর গোষ্ঠীর শ্রমিক ইউনিয়নের নেতা মনোজ কেউই দোলার সম্মেলনে আসেননি।

কাগজ কলের শ্রমিকরা এ দিন দোলার কাছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। দোলা পরে জানান, ঝাড়গ্রামের পেপার মিলে শ্রমিকরা ন্যায্য মজুরি পান না। পিএফ, বোনাস, পেনশন নেই। শ্রমিকরা বঞ্চিত। এসব বিষয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমস্যা মোটানোর আশ্বাস দেন দোলা। তবে তিনি শ্রমিকদের সতর্ক করে দেন, নেত্রীর নির্দেশে কোনও ধরনের ধর্মঘট, অবরোধ করা যাবে না। শিল্প বাঁচলে শ্রমিকরাও বাঁচবেন। গণতান্ত্রিক পথে আন্দোলন করতে হবে। এ দিন দোলা জানিয়ে দেন আইএনটিটিইউসি-র পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায় ঝাড়গ্রাম জেলারও সাংগঠনিক দায়িত্বে রয়েছেন।

আইএনটিটিইউসি-র ঝাড়গ্রাম জেলা নেতা গৌরাঙ্গ প্রধান বলেন, ‘‘আমাকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। পুরোটাই গোষ্ঠীবাজি চলছে। আমি কলকাতায় গিয়ে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বিষয়টি জানাব।’’ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি দীনেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE