Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Hathras Gangrape

হাথরসের প্রতিবাদে দিলীপকে কালো পতাকা

রবিবার সকাল ৬ টা নাগাদ তমলুকের স্টিমার ঘাট এলাকায় তিনি প্রাতর্ভ্রমণে যান। সঙ্গে ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক সহ বিজেপির বেশ কিছু কর্মী-সমর্থক

কালো পতাকা নিয়ে তৃণমূলের সমর্থকেরা।

কালো পতাকা নিয়ে তৃণমূলের সমর্থকেরা।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২০ ০২:০১
Share: Save:

প্রাতর্ভ্রমণ সেরে ফেরার পথে তমলুকে বিজেপির রাজ্য সভাপতিকে কালো পতাকা দেখাল তৃণমূল। ঘটনাস্থলে স্লোগান দেওয়া নিয়ে দু’ দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। তবে পুলিশের তৎপরতায় বড় কোনও গোলমাল হয়নি। যদিও ঘটনাকে আমল দিতে নারাজ দিলীপ ঘোষ।

দু'দিনের রাজনৈতিক কর্মসূচিতে শনিবার পূর্ব মেদিনীপুরে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার রাতে তিনি তমলুকের মানিকতলায় একটি গেস্ট হাউসে ছিলেন। রবিবার সকাল ৬ টা নাগাদ তমলুকের স্টিমার ঘাট এলাকায় তিনি প্রাতর্ভ্রমণে যান। সঙ্গে ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক সহ বিজেপির বেশ কিছু কর্মী-সমর্থক। রূপনারায়ণের তীরে প্রাতর্ভ্রমণ সেরে ফেরার পথে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে দিলীপকে কালো পতাকা দেখানো হয়। তৃণমূলের কর্মী-সমর্থকরা হাথরসের ঘটনা নিয়ে স্লোগান দিতে থাকেন। পাল্টা বিজেপি কর্মী-সমর্থকরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করলে উত্তেজনার সৃষ্টি হয়। তমলুক থানার পুলিশ ও দিলীপের নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থল থেকে তাঁকে সরিয়ে নিয়ে যায়। পরে ঘটনাস্থলের অদূরে একটি চায়ের দোকানে চা-চক্রে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি। তমলুক বর্গভীমা মন্দিরে পুজোও দেন।

তাঁকে তৃণমূল কর্মীদের কালো পতাকা দেখানো নিয়ে দিলীপ বলেন, ‘‘আমরা প্রাতর্ভ্রমণে গিয়েছিলাম। সেখানে যদি কেউ কালো পতাকা দেখায় তা হলে বুঝতে হবে মাথার ঠিক নেই। মুখ্যমন্ত্রীর নিজের মাথার ঠিক নেই, তাঁর ভাইদের কী হবে? তার প্রমাণ আমরা দেখলাম। গোটা বাংলায় এ ধরনের বিশৃঙ্খলা চলছে। তৃণমূলের কাছ থেকে মানুষ এর চেয়ে ভাল কিছু আশা করে না।’’

কালো পতাকা দেখানো প্রসঙ্গে তৃণমূলের তমলুক শহর সভাপতি বিশ্বনাথ মাহপাত্র বলেন, ‘‘উত্তরপ্রদেশের হাথরসে যা ঘটেছে তার নিন্দার ভাষা নেই। সেই ঘটনার প্রতিবাদে আমরা দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh BJP Hathras Gangrape
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE