Advertisement
২০ এপ্রিল ২০২৪
ইলিশ মাছ

ইলিশ বাঁচবে কী ভাবে, আলোচনা

‘ইলিশ সংরক্ষণ’ নিয়ে চিন্তায় মৎস্য দফতর।

ইলিশ মাছ।

ইলিশ মাছ।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৮ ০৮:২০
Share: Save:

অন্য বছর এই সময়ে পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকার ইলিশের ভরপুর জোগান থাকত। কিন্তু এ বার তাতে যথেষ্ট ঘাটতি থাকায় মৎস্যজীবীদের মতো চিন্তিত বিশেষজ্ঞমহল। জোগান ঠিক রাখতে কী ভাব ইলিশ বাঁচানো যায় তা নিয়ে মৎস্য দফতরের উদ্যোগে এবং কাঁথি পুরসভা ও জেলা পরিষদের সহযোগিতায় ‘ইলিশ সংরক্ষণ’ নিয়ে এক আলোচনা চক্র আয়োজিত হল কাঁথির মীনভবনে। মঙ্গলবার ওই আলোচনায় মৎস্যজীবী, ট্রলার মালিক, ইলিশ ব্যবসায়ী ও প্রশাসনিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় প্রায় সকলেই ইলিশের জোগান কম হওয়ার জন্য খোকা ইলিশের যথেচ্ছ শিকার, শীতকালীন প্রজননের সময়েও ইলিশ ধরা, অত্যাধুনিক বিদেশি ট্রলারগুলোর নিয়ন্ত্রণহীন মৎস্যশিকার ও তা নিয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা, মোহনায় সমুদ্রের গভীরতা হ্রাস, বৃষ্টির পরিমাণ কমে যাওয়া, ৯০ মিলিমিটারের ছোট ফাঁসের জাল ব্যবহার ইত্যাদি বিষয়কে দায়ী করা হয়েছে। আলোচনা সভায় কাঁথি ও এগরা মহকুমার পাঁচশোরও বেশি মৎস্যজীবী হাজির ছিলেন।

জেলা সহ মৎস্য অধিকর্তা রামকৃষ্ণ সর্দার বলেন, “এই সব বিষয়ে সাধারণ মানুষ ও মৎস্যজীবীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য আগামীদিনে শঙ্করপুরে এমন সভা ও প্রচারের উপর জোর দেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE