Advertisement
২০ এপ্রিল ২০২৪

পদার্থ নিয়ে গবেষণা করতে চায় কৌস্তভ

প্রতিদিন বাড়ি থেকে সাইকেল চালিয়ে প্রায় দু’কিলোমিটার দূরে স্কুলে যাতায়াত করত ছেলেটি। প্রত্যন্ত গ্রামীণ এলাকার সেই স্কুল ছাত্রের নাম এ বার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত রাজ্যের মেধা তালিকায় তুলতে পেরে খুশি কৌস্তভনারায়ণ মাইতি।

কৌস্তভকে শুভেচ্ছা প্রধান শিক্ষকের। ছবি: পার্থপ্রতিম দাস।

কৌস্তভকে শুভেচ্ছা প্রধান শিক্ষকের। ছবি: পার্থপ্রতিম দাস।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৭ মে ২০১৬ ০১:৫৬
Share: Save:

প্রতিদিন বাড়ি থেকে সাইকেল চালিয়ে প্রায় দু’কিলোমিটার দূরে স্কুলে যাতায়াত করত ছেলেটি। প্রত্যন্ত গ্রামীণ এলাকার সেই স্কুল ছাত্রের নাম এ বার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত রাজ্যের মেধা তালিকায় তুলতে পেরে খুশি কৌস্তভনারায়ণ মাইতি। তমলুকের পদুমপুর এলাকার শিমুলিয়া চণ্ডীমাতা কেদারনাথ বিদ্যাপীঠের ছাত্র কৌস্তভনারায়ণ উচ্চ মাধ্যমিকে ৪৮৩ নম্বর পেয়ে দশম স্থান পেয়েছে।

চাতরাদাঁড়ি গ্রামের বাসিন্দা কৌস্তভের বাবা শঙ্করনারায়ণ মাইতি পেশায় ব্যাঙ্ক আধিকারিক। মা কথাকলিদেবী স্বাস্থ্যকর্মী। পড়ার ফাঁকে ক্রিকেট, ফুটবল খেলতে ভালবাসে কৌস্তভ। কৌস্তভের প্রিয় বিষয় পদার্থবিদ্যা। ভবিষ্যতে পদার্থ নিয়ে কৌস্তভ গবেষণা করতে চায়। কৌস্তভের সাফল্যে গর্বিত প্রধান শিক্ষক তিমিরবরণ ভট্টাচার্যও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

HS Result Physics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE