Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Cyclone Amphan

আবেদন জমার হিড়িক, সময় কম, ঘরে ঘরে গিয়ে তদন্তে কপালে ভাঁজ

রাজ্য সরকারের নির্দেশে মতো ৬ এবং ৭ অগস্ট ফের ক্ষতিপূরণের আবেদন জমা নেওয়া হয়েছে।

আবেদন জমা দেওয়ার লাইন। কাঁথি-৩ ব্লকে। নিজস্ব চিত্র

আবেদন জমা দেওয়ার লাইন। কাঁথি-৩ ব্লকে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২০ ০৬:৪০
Share: Save:

সুযোগ মিলেছে দ্বিতীয়বার। তার সদ্ব্যবার করতে ছাড়েননি গ্রামবাসীরা। আমপানে বাড়ি ভাঙার ক্ষতিপূরণের জন্য ফর্ম জমা পড়েছে হাজারে হাজারে। তাতেই মাথায় হাত প্রশাসনিক কর্তাদের। করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কীভাবে ওই ক্ষতিগ্রস্ত তালিকার তাঁরা তদন্ত করবেন, তা ভাবাচ্ছে তাঁদের।

রাজ্য সরকারের নির্দেশে মতো ৬ এবং ৭ অগস্ট ফের ক্ষতিপূরণের আবেদন জমা নেওয়া হয়েছে। প্রথম দিন বৃহস্পতিবার আবেদনকারীদের ভিড় একটু কম থাকলেও শুক্রবার জেলার শহিদ মাতঙ্গিনী, তমলুক, নন্দকুমার, ময়না, চণ্ডীপুর-সহ বিভিন্ন ব্লক অপিসে ভিড় উপচে পড়ছে। ব্লক প্রশাসন সূত্রের খবর, শুধু শহিদ মাতঙ্গিনী ব্লকেই আবেদন জমা পড়েছে প্রায় ১৫ হাজার। নন্দকুমারে সাড়ে ৬ হাজার এবং তমলুক ব্লকে প্রায় চার হাজার ২০০টি আবেদন এসেছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগামী ১২ অগস্টের মধ্যে প্রশাসনিক তদন্ত সম্পূর্ণ করতে হবে। এ জন্য প্রত্যকে আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখতে হবে। এত বিপুল সংখ্যক আবেদনপত্র জমা হওয়ার ফলে নাজেহাল তদন্তকারীরা। প্রশাসন সূত্রের খবর, তদন্ত করতে শুধু শহিদ মাতঙ্গিনী ব্লকেই ৩৩টি তদন্তকারী দল গড়া হয়েছে। বিডিও অফিসের কর্মী ছাড়াও সরকারি বিভিন্ন দফতরের কর্মীদের নিয়ে ওই দল গড়া হয়েছে। এ দিন থেকেই তদন্ত শুরু করেছেন তাঁরা। তমলুক ব্লকে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য চারটি করে তদন্তকারী দল গড়া হয়েছে। জেলাশাসক পার্থ ঘোষ বলেন, ‘‘আমপানে বাড়ির ক্ষতিপূরণের আবেদন জমার হিসাব এখনও চলছে। তবে আজ থেকেই তদন্ত শুরু হয়ে গিয়েছে।’’

কিন্তু এত আবেদনকারীর নাম জমা পড়াতেও অন্য প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রের খবর, জেলায় আমপানে ব্যপক ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে নন্দীগ্রাম, খেজুরি, কাঁথি, হলদিয়া এলাকা থাকলেও শহিদ মাতঙ্গিনী, তমলুক, নন্দকুমার ব্লকের নাম সে ভাবে ছিল না। স্বাভাবিক ভাবেই এই এলাকাগুলি থেকে নতুন এত আবেদন জমা পড়ায় কপালে ভাঁজ প্রশাসনের। বিরোধীরা ফের দুর্নীতির আশঙ্কা করছেন। বিজেপি’র তমলুক জেলা সভাপতি নবারুণ নায়েক বলেন, ‘‘এত সংখ্যক আবেদনের তদন্ত করে তালিকা তৈরিতে ফের দুর্নীতির আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষ আগেই শাসকদলের দুর্নীতি ধরে ফেলেছেন। তাই প্রতিবাদ জানিয়ে পথে নেমেছিলেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cyclone Amphan Compensation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE