Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ঝাড়গ্রাম হাসপাতালে হবে অন্তর্বিভাগ, জানালেন চন্দ্রিমা

এ বার ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি ভবনে চালু হবে অন্তর্বিভাগ। তবে নামেই সুপার স্পেশ্যালিটি, বাস্তবে ঝাড়গ্রাম জেলা হাসপাতালের অন্তর্বিভাগটি স্থানান্তরিত করা হচ্ছে সুপার স্পেশ্যালিটি ভবনে। এ জন্য মঙ্গলবার সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ভবনটি পরিদর্শন করলেন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের চেয়ারপার্সন চন্দ্রিমা ভট্টাচার্য।

ঝাড়গ্রামে চন্দ্রিমা। নিজস্ব চিত্র।

ঝাড়গ্রামে চন্দ্রিমা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম ও ঘাটাল শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৬ ০১:১৫
Share: Save:

এ বার ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি ভবনে চালু হবে অন্তর্বিভাগ। তবে নামেই সুপার স্পেশ্যালিটি, বাস্তবে ঝাড়গ্রাম জেলা হাসপাতালের অন্তর্বিভাগটি স্থানান্তরিত করা হচ্ছে সুপার স্পেশ্যালিটি ভবনে। এ জন্য মঙ্গলবার সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ভবনটি পরিদর্শন করলেন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের চেয়ারপার্সন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন ওই কর্পোরেশনের এমডি দেবাশিস বসু এবং এএমডি জলি চৌধুরী। প্রাক্তন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমাদেবী রাজ্যের মাল্টি ডিসিপ্লিন্যারি এক্সপার্ট গ্রুপেরও চেয়ারপার্সন।

মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল পরিদর্শনে আসেন চন্দ্রিমাদেবী। সুপার স্পেশ্যালিটির বিভিন্ন বিভাগগুলি ঘুরে দেখেন। চন্দ্রিমাদেবী আসবেন বলে এদিন গোটা হাসপাতালটি পরিষ্কার করা হয়েছিল। পাবলিক অ্যাড্রেস সিস্টেমে বাজছিল রবীন্দ্রসঙ্গীত। সুপার স্পেশ্যালিটি ভবনে বৈঠক করেন চন্দ্রিমাদেবী। বৈঠকে ছিলেন ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা, জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনীকুমার মাঝি, হাসপাতালের সুপার মলয় আদক প্রমুখ।

হাসপাতালটির পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

হাসপাতাল সূত্রের খবর, ঝাড়গ্রাম জেলা হাসপাতালের অপারেশন থিয়েটর, ইমার্জেন্সি, পুরুষ ও মহিলা মেডিক্যাল ওয়ার্ড এবং সার্জিক্যাল ওয়ার্ড, প্যাথোলজি, চোখ, দাঁত, অর্থোপেডিক, ইএনটি বিভাগ গুলি কেন্দ্রীয়ভাবে বাতানুকুল অত্যাধুনিক সুপার স্পেশ্যালিটি ভবনে স্থানান্তরিত করা হবে। কেবলমাত্র প্রসূতি, শিশু ও আইসোলেশন ওয়ার্ডগুলি জেলা হাসপাতালের পুরনো ভবনে থাকবে। তিনশো শয্যার সুপার স্পেশ্যালিটি হাসপাতাল হলেও আপাতত আড়াশোটি শয্যা চালু হবে। বৃহস্পতিবার থেকে স্থানান্তকরণের কাজ শুরু হবে। ১ অগস্ট থেকে অন্তর্বিভাগ চালু হবে।

মাস পাঁচেক আগে ঝাড়গ্রাম জেলা হাসপাতালের আউটডোর বিভাগটি সুপার স্পেশ্যালিটি ভবনে স্থানান্তরিত করা হয়েছে। এ দিন চন্দ্রিমাদেবী সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চাননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি কিছুই বলব না। যখন হবে, দেখতে পাবেন।”

এর আগে গোপীবল্লভপুর-১ ও নয়াগ্রাম ব্লকের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে একশো শয্যা বিশিষ্ট অন্তর্বিভাগ চালু হয়েছে। সেখানেও গ্রামীণ হাসপাতালের অন্তর্বিভাগ স্থানান্তরিত করা হয়েছে সুপার স্পেশ্যালিটি ভবনে।

ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালের উদ্বোধন হয়ে গিয়েছে। এখনও টুকিটাকি কাজ চলছে। মঙ্গলবার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এসেছিলেন পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের চেয়ারপার্শন চন্দ্রিমা ভট্টাচার্য। ছিলেন মুখ্যস্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা, পঞ্চানন মণ্ডল, সুপার কুনাল মুখোপাধ্যায় প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE