Advertisement
২৪ এপ্রিল ২০২৪
জুলাইয়ে উচ্চ মাধ্যমিক ধরে নিয়েই প্রস্তুতি
Coronavirus

খালি হচ্ছে নিভৃতাবাস, খোঁজ নয়া স্কুলেরও

পরীক্ষা কেন্দ্র হয় এমন যে সব স্কুলে নিভৃতবাস কেন্দ্র ছিল তা খালি করা শুরু হয়েছে।

 জীবাণুনাশক স্প্রে দাসপুরের স্কুলে। নিজস্ব চিত্র

জীবাণুনাশক স্প্রে দাসপুরের স্কুলে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ২৬ জুন ২০২০ ০২:৩২
Share: Save:

সিবিএসই, আইসিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে। তবে জুলাইয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রস্তুতিও শুরু হয়েছে।

পরীক্ষা কেন্দ্র হয় এমন যে সব স্কুলে নিভৃতবাস কেন্দ্র ছিল তা খালি করা শুরু হয়েছে। ঘাটাল-দাসপুরে নতুন পরীক্ষা কেন্দ্রের খোঁজও শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা দফতর। বাড়তি স্কুলের তালিকাও পাঠানো হল শিক্ষা সংসদে। জেলা স্কুল পরিদর্শক চাপেশ্বর সর্দার বলেন, “সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে জেলায় বেশ কিছু বাড়তি কেন্দ্র নেওয়া হচ্ছে। ঘাটালে বাড়তি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।”

জেলায় পরিযায়ীদের সূত্রেই করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত হয়। আর সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক ফিরেছেন ঘাটাল ও দাসপুরে। তাই এই এলাকার নিভৃতবাস কেন্দ্রগুলিতে বহু পরিযায়ীই রয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় স্কুল ভবনে নিভৃতবাস কেন্দ্র করে পরিযায়ী শ্রমিকদের রাখার ব্যবস্থা করেছে প্রশাসন। এই সব স্কুলের বেশিরভাগেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র হয়েছিল। ফলে, বাকি পরীক্ষার প্রস্তুতিতে সংশ্লিষ্ট স্কুলগুলি খালি করার নির্দেশ দেয় জেলা প্রশাসন। এখনও পর্যন্ত ঘাটাল মহকুমার ১৭টি স্কুল খালি করে দেওয়া হয়েছে। সেখানে এখন জীবাণুমুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আর দাসপুরের কয়েকটি স্কুলের ক্ষেত্রে পরিযায়ীদের নিভৃতবাসের মেয়াদ না ফুরনোয় সংলগ্ন এমন স্কুল যেখানে পরীক্ষা কেন্দ্র হয় না, সেখানে তাঁদের রাখার ব্যবস্থা হয়েছে।

আগামী ২, ৬ এবং ৮ জুলাই উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা হওয়ার কথা। জেলা শিক্ষা দফতর জানিয়েছে, এ বছর জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭৭। জেলায় মোট পরীক্ষার্থী ৩৯,৬২৯ জন। এর মধ্যে ছাত্র ১৮,৫৭০ ও ছাত্রী ২১,০৫৯ জন। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে পরীক্ষাকেন্দ্রগুলিতে সামাজিক দূরত্ববিধিকে সবার্ধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি বেঞ্চের সঙ্গে অন্য বেঞ্চের দূরত্ব রাখা হচ্ছে তিন ফুট। প্রথম বেঞ্চে দু’জন, পরের বেঞ্চে একজন এবং তৃতীয় বেঞ্চে দু’জন— এই ক্রমে পরীক্ষার্থীদের বসানো হবে। তাই বাড়তি পরীক্ষা কেন্দ্র জরুরি হয়ে পড়েছে। পরীক্ষা কেন্দ্র দূরে হলেও মুশকিল। তাই ঘাটাল মহকুমায় স্বল্প সময়ে বাড়তি স্কুল বাছাইয়ে সমস্যায় পড়েছে প্রশাসন।

শিক্ষা সংসদের এক সূত্রের খবর, জেলা জুড়েই বাড়তি স্কুল খোঁজা হচ্ছে। ঘাটালে বরদা রথিপুর ও যোগদা সৎসঙ্গ কেন্দ্রের ক্ষেত্রে যেমন ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলকে অতিরিক্ত কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘাটাল বসন্তকুমারী হাইস্কুলের বাড়তি পরীক্ষার্থীদের ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে বসানোর ব্যবস্থা হচ্ছে। দাসপুরের নন্দনপুর হাইস্কুলের বাড়তি কেন্দ্র হিসাবে নন্দনপুর বিএড কলেজ, ক্ষীরপাই হাইস্কুল লাগোয়া ক্ষীরপাই প্রাথমিক এবং চন্দ্রকোনা জিরাট হাইস্কুলের জন্য চন্দ্রকোনা কল্যানশ্রী বালিকা বিদ্যালয়ে অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যুগ্ম আহ্বায়ক সুজিত বন্দ্যোপাধ্যায় বলেন, “নতুন পরীক্ষাকেন্দ্রের তালিকা সংসদে পাঠানো হয়েছে। পরীক্ষার্থীরা মূল কেন্দ্রে আসার পরে তাঁদের নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE