Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কারারক্ষীকে হেনস্থার নালিশ

এক কারারক্ষীকে হেনস্থার প্রতিবাদে সরব হল তৃণমূল প্রভাবিত বঙ্গীয় কারারক্ষী সমিতি। সমিতির তরফে আজ, শনিবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে বিক্ষোভ কর্মসূচি হবে। অভিযোগ, এক জেলার ওই কারারক্ষীকে হেনস্থা করেছেন। জেলার অবশ্য জেল-কর্তৃপক্ষকে জানিয়েছেন, তিনি অন্যায় করেননি। ঘটনাটি কী? জেল সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে জেলার দেবাশিস রায়ের সঙ্গে বচসা হয় বনবীর দাস নামে এক কারারক্ষীর।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০০:১৯
Share: Save:

এক কারারক্ষীকে হেনস্থার প্রতিবাদে সরব হল তৃণমূল প্রভাবিত বঙ্গীয় কারারক্ষী সমিতি। সমিতির তরফে আজ, শনিবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে বিক্ষোভ কর্মসূচি হবে। অভিযোগ, এক জেলার ওই কারারক্ষীকে হেনস্থা করেছেন। জেলার অবশ্য জেল-কর্তৃপক্ষকে জানিয়েছেন, তিনি অন্যায় করেননি। ঘটনাটি কী? জেল সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে জেলার দেবাশিস রায়ের সঙ্গে বচসা হয় বনবীর দাস নামে এক কারারক্ষীর। জেলার ওই কারারক্ষীর গায়ে হাত তোলেন বলে অভিযোগ। ওই দিন সকালে ডিউটিতে এসেছিলেন বনবীরবাবু। সঙ্গে ছিল ব্যাগে। পরে জানতে পারেন, সকালে নয়, তাঁর ডিউটি দুপুরে। ফিরে যাওয়ার সময় ওই জেলার তাঁকে তলব করেন। ব্যাগে কী আছে জানতে চান। বনবীরবাবু জানান, তিনি জেলের মধ্যে থেকে বেরোননি। তাই ব্যাগের মধ্যে কী রয়েছে, তা দেখাতে বাধ্য নন। এরপরই শুরু হয় বচসা। বঙ্গীয় কারারক্ষী সমিতির নেতা কার্তিক সাহু বলেন, “ওই কারারক্ষী আমাদের সংগঠনের সদস্য। তাঁর সঙ্গে অন্যায় আচরণ করেছেন জেলার।” তাঁর কথায়, “ওই জেলার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেল- কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছি।” মেদিনীপুর জেলের সুপার স্বরূপ মণ্ডল বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jail police Jailer Medniput jail swarup mandal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE