Advertisement
২০ এপ্রিল ২০২৪
JP Nadda

আসছেন নড্ডা 

বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি শমিত দাশ বলেন, ‘‘আমাদের দলের সর্বভারতীয় সভাপতি মেদিনীপুরে আসছেন। ৭ নভেম্বর দলের সাংগঠনিক বৈঠকে তিনি থাকবেন।’’ 

জেপি নড্ডা। ফাইল চিত্র।

জেপি নড্ডা। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২০ ০১:০২
Share: Save:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা মেদিনীপুরে আসছেন। আগামী ৭ নভেম্বর শহরে দলের এক সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর। বছর ঘুরলেই বিধানসভা ভোট। বিজেপির এক সূত্রে খবর, ওই বৈঠকে বিধানসভা ভোটের রণকৌশল ঠিক হতে পারে।

দলের সর্বভারতীয় সভাপতির এই কর্মসূচি সফল করতে কোমর বাঁধছেন জেলা বিজেপির নেতৃত্ব। বৈঠকের প্রস্তুতি নিয়ে শুক্রবার জেলাস্তরে আলোচনা হয়েছে। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি শমিত দাশ বলেন, ‘‘আমাদের দলের সর্বভারতীয় সভাপতি মেদিনীপুরে আসছেন। ৭ নভেম্বর দলের সাংগঠনিক বৈঠকে তিনি থাকবেন।’’

সম্প্রতি উত্তরবঙ্গে এসেছিলেন নড্ডা। শিলিগুড়িতে দলের সাংগঠনিক বৈঠকে ছিলেন তিনি। দলীয় সূত্রে খবর, এ বার দক্ষিণবঙ্গে দু'দিনের কর্মসূচি রয়েছে তাঁর। ৬ নভেম্বর বর্ধমানে যাবেন, পরদিন মেদিনীপুরে আসবেন। মেদিনীপুরের বৈঠকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি প্রভৃতি জেলার নেতাদের থাকার কথা। দলের এক সূত্রে খবর, জঙ্গলমহল এলাকায় বৈঠক করতে চেয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেই সূত্রেই মেদিনীপুরকে বাছা হয়েছে। শহরের ঠিক কোথায় ওই বৈঠক হবে তা অবশ্য শুক্রবার পর্যন্ত ঠিক করতে পারেননি বিজেপির জেলা নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, বিদ্যাসাগর হলে বা স্পোটর্স কমপ্লেক্সে বৈঠক হতে পারে। বিজেপির জেলা সভাপতি শমিত বলেন, ‘‘শীঘ্রই বৈঠকস্থল চূড়ান্ত হবে।’’ বিদ্যাসাগর হলের পরিধি তুলনায় ছোট। জানা যাচ্ছে, স্পোটর্স কমপ্লেক্সে বৈঠক হওয়ার সম্ভাবনা বেশি। তেমন হলে অন্য কোনও সভাঘরেও বৈঠক হতে পারে। শহরে জেলা পরিষদ হল রয়েছে। এই সভাঘর অত্যাধুনিক। জেলা পরিষদ তৃণমূলের দখলে। তাই এই সভাঘর ভাড়ায় পাওয়া যাবে না বলে ধরেই নিয়েছেন বিজেপি নেতৃত্ব।

দলের এক সূত্রে খবর, বৈঠকে দলের নেতা-নেত্রীদের পাশাপাশি দলীয় সাংসদদের মনোনীত বিভিন্ন জনগোষ্ঠী, ভাষাভাষীর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলতে পারেন নড্ডা। গত লোকসভা ভোটে জঙ্গলমহলে ভাল ফল করেছে গেরুয়া- শিবির। মেদিনীপুর আসনও দখল করেছে তারা। আগামী বিধানসভা ভোটে জঙ্গলমহলে আরও ভাল ফল করতে মরিয়া বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

JP Nadda Midnapore BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE