Advertisement
১৯ এপ্রিল ২০২৪

হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্ত নেতার

কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিনে ছাড়া পেলেন বেলিয়াবেড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শক্তিপদ বারিক। এলাকায় বালক বারিক নামে তিনি পরিচিত।

মুক্ত হওয়ার পর। —নিজস্ব চিত্র।

মুক্ত হওয়ার পর। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৬ ০০:২৮
Share: Save:

কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিনে ছাড়া পেলেন বেলিয়াবেড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শক্তিপদ বারিক। এলাকায় বালক বারিক নামে তিনি পরিচিত।

চলতি বছরের অগস্টে বেআইনি অস্ত্র মজুত রাখার অভিযোগে গ্রেফতার হন তিনি। প্রায় আড়াই মাস জেলবন্দি ছিলেন। বালকবাবুর আইনজীবী অনিন্দ্য চট্টোপাধ্যায় জানান, নিম্ন আদালতে একাধিকবাবর বালকবাবুর জামিনের আর্জি খারিজ হয়ে যাওয়ায় কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল। শুক্রবার হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত বালকবাবুর জামিন মঞ্জুর করার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেন। শনিবার হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে ঝাড়গ্রাম এসিজেএম আদালত বালকবাবুর জামিন মঞ্জুর করে।

শনিবার ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগার থেকে ছাড়া পান বালকবাবু। তৃণমূলের অন্দরের খবর, গত অগস্টে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বালিয়া গ্রামে একটি দোকান ভাঙচুরের ঘটনায় অস্ত্র আইনে বালকবাবুকে গ্রেফতার করা হয়। বালকবাবু হলেন বেলিয়াবেড়া ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি স্বপন পাত্র-র অনুগামী।
অন্য দিকে, স্বপনবাবুর সঙ্গে বর্তমান ব্লক সভাপতি কালীপদ শূরের তীব্র রেষারেষি রয়েছে। তৃণমূলের বেলিয়াবেড়া ব্লক সভাপতি কালিপদ শূর অবশ্য বলেন, “আদালতের নির্দেশে উনি জামিন পেয়েছেন। গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি রটনা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

highcourt bail tmc leader
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE