Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল জোট 

শুভঙ্করের প্রশ্ন, ‘‘নিয়ম অনুযায়ী একজন প্রার্থী প্রচারে ২৮ লক্ষ টাকা খরচ করতে পারেন।  বিজেপি-তৃণমূল দুই দলই প্রচারে যে খরচ করছে তা ওই টাকায় সম্ভব? কমিশন কী করছে?’’

চলছে সাংবাদিক বৈঠক। নিজস্ব চিত্র

চলছে সাংবাদিক বৈঠক। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ০১:৩৮
Share: Save:

মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে মাফিয়া-পুলিশ যোগের অভিযোগ তুলেছিল বিজেপি। এবার তৃণমূল-বিজেপিকে এক সারিতে দাঁড় করিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল বাম-কংগ্রেস জোট।

বুধবার খড়্গপুরের গোলবাজারের কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকেছিল জোট। সেখানে প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল ছাড়াও ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভঙ্কর সরকার, সিপিএমের রাজ্য কমিটির সদস্য তাপস সিংহ প্রমুখ। বিজেপি-তৃণমূলের সমঝোতার দাবি করে তাঁরা অভিযোগ করেন, দু’দলের প্রচারেই বিপুল খরচ করা হচ্ছে। চিত্তরঞ্জন বলেন, ‘‘আমি সাধারণ শিক্ষক ছিলাম। প্রচারে টাকা খরচ করতে পারছি না। বিজেপি ও তৃণমূল যেভাবে প্রচারে খরচ করছে তা মানুষের চোখে পড়ছে। ১৮ মাসের জন্য এত খরচ করে কী লাভ!’’ শুভঙ্করের প্রশ্ন, ‘‘নিয়ম অনুযায়ী একজন প্রার্থী প্রচারে ২৮ লক্ষ টাকা খরচ করতে পারেন। বিজেপি-তৃণমূল দুই দলই প্রচারে যে খরচ করছে তা ওই টাকায় সম্ভব? কমিশন কী করছে?’’

মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার ও টাউন থানার আইসি দলের নেতা-কর্মীদের ধমকাচ্ছেন বলে অভিযোগ করেছিল বিজেপি। এ দিন বাম-কংগ্রেসও পুলিশের বিরুদ্ধে ক্ষোভে সরব হয়েছে। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন তাঁরা। সিপিএম নেতা তাপস সিংহের অভিযোগ, ‘‘পুলিশের নিরপেক্ষতা বজায় রাখছে না। আইসির বিরুদ্ধে আমরা বারবার অভিযোগ জানাচ্ছি কমিশনে। কিন্তু কমিশন নির্বিকার।’’ কমিশন বিজেপি ও তৃণমূলের হয়ে একযোগে কাজ করছে বলেও দাবি করেছেন তিনি। একধাপ এগিয়ে শুভঙ্করের দাবি, ‘‘তৃণমূল-বিজেপির সমঝোতা হয়েছে। ওঁরা চাইছে ওঁদের মধ্যে যে-ই জিতুক কংগ্রেস যেন না জেতে।’’

তাদের সঙ্গে তৃণমূলের যোগের অভিযোগ শুনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘কে কার সঙ্গে হাত মিলিয়েছে তাতে ওঁদের কী যায় আসে? ওঁরা তো ম্যাচের মধ্যেই নেই। এখানে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। মাফিয়াদের জেল থেকে ছাড়িয়ে আনা হয়েছে। আমরাও কমিশনে অভিযোগ জানিয়েছি।’’ তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির দাবি, ‘‘কংগ্রেসের মুখে বড় বড় কথা শোভা পায় না। ওরা আগে নিজের ভোটব্যাঙ্ক সামলাক। ওদের ভোটেই বিজেপি পুষ্ট হচ্ছে।’’

খড়্গপুর টাউন থানার আইসি রাজা মুখোপাধ্যায়ের উত্তর, ‘‘এ বিষয়ে কিছু বলার এক্তিয়ার আমার নেই।’’ খড়্গপুরের নির্বাচনী আধিকারিক বৈভব চৌধুরী বলেন, ‘‘প্রচারে বাধার কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি। এলে খতিয়ে দেখব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE