Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দোলে রাস্তায় তৃণমূল-বিজেপি  

ঝাড়গ্রামে তৃণমূলের প্রার্থী বিরবাহা সরেন দোলের দিন প্রচারে থাকছেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০৩:৫৫
Share: Save:

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। তাই এ বারের দোল উৎসবে কিছুটা হলেও রাজনীতির রং লাগছেই। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের নানা এলাকায় দোল উৎসব পালন করবে তৃণমূল ও বিজেপি।

ঝাড়গ্রামে তৃণমূলের প্রার্থী বিরবাহা সরেন দোলের দিন প্রচারে থাকছেন। বিরবাহার কথায়, ‘‘দোলের দিন এলাকায় ঘুরব। জামবনি ব্লকের একটি বসন্ত উৎসবে যাব। এলাকার মানুষের পাশে থাকার জন্যই নির্বাচনে লড়ছি। তাঁদের জন্য আমি কী করতে চাই, সে কথাটাই তাঁদের জানাব।’’ তৃণমূলের ঝাড়গ্রাম জেলা আহ্বায়ক উজ্জ্বল দত্ত বলেন, ‘‘নেত্রীর নির্দেশ অনুযায়ী উৎসব-অনুষ্ঠানে আমরা বরাবরই মানুষের পাশে থাকি। আমাদের প্রার্থীও সেই ভাবেই মানুষের পাশে থাকবেন।’’

দোলের দিনে প্রচার রাখেনি সিপিএম। দলের ঝাড়গ্রাম জেলা সম্পাদক পুলিনবিহারী বাস্কে বলেন, ‘‘আমরা দোলের দিন প্রচার করছি না। শুক্রবার থেকে ফের প্রচার হবে।’’ বুধবার রাত পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি। তবে দোলের দিনটিকে ছাড়তে রাজি নয় গেরুয়া শিবির। বিজেপি-র ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় শতপথী বলছেন, ‘‘দোলের দিন বিভিন্ন এলাকায় দলীয় কর্মীরা রং খেলবেন। বিকেলে হবে কর্মী বৈঠক।’’ কিন্তু প্রার্থীর নামই তো ঘোষণা হয়নি? সুখময়ের জবাব, ‘‘প্রার্থী তো নরেন্দ্র মোদী। তাঁর প্রতিনিধিকে ভোটে জেতাবেন মানুষ।’’ ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, ‘‘দোলে দলীয় ভাবে অনুষ্ঠান রাখা হয়নি। তবে দলীয় কর্মীরা জনসংযোগ করবেন।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আজ, গোয়ালতোড়ে বাড়ি বাড়ি গিয়ে দোলের শুভেচ্ছা জানানোর কর্মসূচি নিয়েছে তৃণমূল। তৃণমূল পরিচালিত গোয়ালতোড় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। বিজেপির গোয়ালতোড় দক্ষিণ মণ্ডলের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে প্রভাতফেরি হবে। গড়বেতা ১ ব্লক তৃণমূলের পক্ষ থেকেও বসন্ত উৎসবের আয়োজন থাকছে। চন্দ্রকোনা রোডে সারদাময়ী হাইস্কুলের সামনে থেকেও প্রভাতফেরি হবে। আয়োজক বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম কৌড়ি। চন্দ্রকোনা রোডে তৃণমূলের পক্ষ থেকেও পথচলতি মানুষকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানানো হবে। জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অনিল শিকারিয়া বলেন, ‘‘দোল খেলার সময়ে মানুষের সঙ্গে যোগাযোগ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।’’ গোয়ালতোড়ের প্রাক্তন সিপিএম বিধায়ক কৃষ্ণপ্রসাদ দুলে বলেন, ‘‘দলের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE