Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্রার্থী ছাড়াই বৈঠকে কংগ্রেস

জেলা কংগ্রেস সভাপতি সৌমেন খান মানছেন, ‘‘রবিবার এক বৈঠক ডাকা হয়েছে। মেদিনীপুরেই দলের ওই বর্ধিত বৈঠক হবে।’’ সামনে লোকসভা ভোট। কিন্তু এখনও তো দলের প্রার্থীই ঘোষণা হল না।

পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস অফিস। নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস অফিস। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ০০:০৩
Share: Save:

বাকি সব দলের প্রার্থী ঘোষণা হয়েছে। প্রার্থীরা একে একে প্রচারেও নেমে পড়েছেন। তবে পশ্চিম মেদিনীপুরের দুই লোকসভা আসনে এখনও কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়নি। এই পরিস্থিতিতে প্রার্থী ছাড়াই আজ, রবিবার এক বৈঠকে বসছে জেলা কংগ্রেস।

মেদিনীপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে এই বর্ধিত বৈঠক হবে বলে দলীয় সূত্রে খবর। দলের বিভিন্ন ব্লক নেতৃত্ব বৈঠকে থাকবেন। দলের এক সূত্রের দাবি, রবিবারের বৈঠকে খড়্গপুর-সহ কয়েকটি এলাকার কয়েকজন কংগ্রেসে যোগ দেবেন।

জেলা কংগ্রেস সভাপতি সৌমেন খান মানছেন, ‘‘রবিবার এক বৈঠক ডাকা হয়েছে। মেদিনীপুরেই দলের ওই বর্ধিত বৈঠক হবে।’’ সামনে লোকসভা ভোট। কিন্তু এখনও তো দলের প্রার্থীই ঘোষণা হল না। প্রার্থী ছাড়াই তাহলে বৈঠক হবে? জেলা কংগ্রেস সভাপতির কৌশলী জবাব, ‘‘সম্ভাব্য প্রার্থীরা বৈঠকে থাকবেন।’’ কংগ্রেসের একটি সূত্রের খবর, জেলার দু’টি লোকসভা কেন্দ্র মেদিনীপুর এবং ঘাটালে প্রার্থী হতে চেয়েছেন বেশ কয়েকজন। যাঁরা প্রার্থী হতে চেয়েছেন, বৈঠকে তাঁদের সকলকেই ডাকা হয়েছে। জেলা কংগ্রেসের এক সূত্রের দাবি, সোমবারের মধ্যেই জেলার প্রার্থী ঘোষণা হবে। প্রার্থীদের নাম ঘোষণা হবে দিল্লি থেকে।

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বাকি সব রাজনৈতিক দলই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। শনিবার খড়্গপুরে এসে কর্মিসভা করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। শুক্রবার মেদিনীপুরে এসে কর্মিসভা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ মেদিনীপুরে দলের প্রার্থীও হয়েছেন। পিছিয়ে নেই বামেরাও। শনিবার ঘাটালে প্রচার কর্মসূচিতে ছিলেন সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। অন্য দিকে, মেদিনীপুরের সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টও এদিন কর্মী বৈঠক করেছেন। বিকেলে মেদিনীপুরে মিছিলও করেছেন। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে না- হতেই দেওয়াল লিখনের জন্য দেওয়াল দখলের লড়াইয়ে নেমে পড়েছিল তৃণমূল, বিজেপি, বামেরা।

কংগ্রেস-শিবিরে অবশ্য অন্য ছবি। এখনও পর্যন্ত ভোট নিয়ে কোনও তাপ-উত্তাপ নেই দলের মধ্যে, দেওয়াল দখলের টক্কর তো দূরঅস্ত্। দলের এক জেলা নেতার স্বীকারোক্তি, ‘‘এমনিতেই আমাদের সাংগঠনিক পরিকাঠামো আগের থেকে অনেক সীমিত হয়েছে।

সব এলাকায় সমান সংগঠন নেই। প্রার্থী ঘোষণায় আরও দেরি হলে কর্মীদের ধরে রাখা মুশকিল হবে।’’ কেন নির্বাচনী প্রচার এখনও শুরু হল না? জেলা কংগ্রেস সভাপতি সৌমেন বলেন, ‘‘বাকি সব প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। বর্ধিত বৈঠক সেই প্রস্তুতিরই এক পদক্ষেপ। প্রার্থীর নাম ঘোষণা হলেই পুরোদমে প্রচার শুরু হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE