Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিজেপির গান নিয়ে কমিশনে তৃণমূল

কমিশনে এই অভিযোগ জানান তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি। তিনি বলেন, ‘‘বিজেপি কমিশনের নির্দেশ অমান্য করেছে। তাই অভিযোগ জানিয়েছি।’’ 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০৪:৪৯
Share: Save:

বাবুল সুপ্রিয়ের গাওয়া রাজ্য বিজেপির ‘থিম সং’ নিয়ে আপত্তি জানিয়ে ইতিমধ্যেই কমিশনে নালিশ করেছে তৃণমূল। কমিশন জানিয়েছিল, আইনি ছাড়পত্র না- পাওয়া পর্যন্ত এই গান প্রকাশ্যে আনা যাবে না। কিন্তু রবিবার বিজেপির খড়্গপুরের মাতকাতপুরে বিজেপির মহিলা মোর্চার সভায় সেই গান বেজেছে। সেই বিষয় জানিয়ে নির্বাচন কমিশনে ফের অভিযোগ করল তৃণমূল। সোমবার কমিশনে এই অভিযোগ জানান তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি। তিনি বলেন, ‘‘বিজেপি কমিশনের নির্দেশ অমান্য করেছে। তাই অভিযোগ জানিয়েছি।’’

ওই গান আনুষ্ঠানিকভাবে প্রকাশ হওয়ার আগেই তার ভিডিয়ো প্রকাশ্যে চলে আসে। গানের বিষয়বস্তু নিয়ে আপত্তি তুলেছিল তৃণমূল। রবিবার মাতকাতপুরের সভায় ওই গানের সঙ্গে তাল মেলাতে দেখা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। নেচেছিলেন দলের মহিলা কর্মীরা।

তৃণমূলের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। দলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শমিত দাশ বলেন, ‘‘কোনও ভিডিয়ো চলেনি। শুধু ওই গান বেজেছে। গানে কমিশনের কোনও আপত্তি রয়েছে বলে জানি না।’’ তাঁর সংযোজন, ‘‘এই গান তো এখন অনেকেই গাইছেন। এতে সমস্যা কোথায়?’’ বর্তমান সাংসদ বাবুল এ বারও আসানসোলের প্রার্থী। ওই গানের জন্য বাবুল সুপ্রিয়কে শো-কজ করে নির্বাচন কমিশন। তিনি জবাবও দিয়েছেন।

অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হবে? জেলা প্রশাসনের পদস্থ এক আধিকারিক বলেন, ‘‘বিষয়টি রাজ্য নির্বাচন কমিশন দেখছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE