Advertisement
১৯ এপ্রিল ২০২৪

স্কুলভিত্তিক ফল

মাধ্যমিক পরীক্ষায় কোন জেলা কেমন ফলাফল করল এক নজরে দেখে নেওয়া যাক পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও খড়্গপুরের স্কুলভিত্তিক ফলাফল।

শেষ আপডেট: ২৯ মে ২০১৭ ০০:৫৪
Share: Save:

তমলুক

• ভোগপুর কেনারাম হাইস্কুল: পরীক্ষার্থী- ২৭৫, উত্তীর্ণ- ২৭৫, সর্বোচ্চ: অরিন্দম ঘড়া (৬৭০)। • হাঁসচড়া সিন্ধুবালা স্মৃতি বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী– ১৪৫, উত্তীর্ণ- ১৪৫, সর্বোচ্চ: সূর্যতপা সাঁতরা (৬৬৭)। • কাণ্ডপশরা দেশপ্রাণ হাইস্কুল: পরীক্ষার্থী– ১১৭, উত্তীর্ণ- ১১৭, সর্বোচ্চ: অরিজিৎ সাহু (৬৬৬)। • ময়না পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন: পরীক্ষার্থী– ১৬৩, উত্তীর্ণ– ১৬৩, সর্বোচ্চ: সৌম্যদীপ দাস (৬৬৬)। • শুলনি হাইস্কুল, কোলাঘাট: পরীক্ষার্থী- ১৬৪, উত্তীর্ণ– ১৬৩, সর্বোচ্চ: প্রীতম চট্টোপাধ্যায় (৬৬৩)। • গোপালগঞ্জ প্রিয়নাথ বাণীভবন: পরীক্ষার্থী- ১৮৯, উত্তীর্ণ-১৬৯, সর্বোচ্চ: দিশিকা মান্না (৬৬২)।

কাঁথি

• কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যাভবন: পরীক্ষার্থী- ৮৬, উত্তীর্ণ- ৮১, সর্বোচ্চ: সুদিন জানা (৬৪৩)। • কন্টাই টাউন রাখালচন্দ্র বিদ্যাপীঠ: পরীক্ষার্থী- ১২১, উত্তীর্ণ-১১৬, সর্বোচ্চ: অনিমেষ দাস (৫৮২)। • কাঁথি কিশোরনগর শচীন্দ্র শিক্ষাসদন: পরীক্ষার্থী- ২৫১, উত্তীর্ণ- ২৫০, সর্বোচ্চ: সায়ন দাস (৬৫৫)। • দেপাল বি সি বিদ্যামন্দির: পরীক্ষার্থী- ১৮৫, উর্ত্তীর্ণ- ১৮২ , সর্বোচ্চ: মধুরিমা মাইতি (৬৩৫) সিঞ্চন পাত্র (৬৩৫)

হলদিয়া

• হলদিয়া চকদ্বীপা হাইস্কুল: পরীক্ষার্থী- ২১৬, উত্তীর্ণ- ২১৪, সর্বোচ্চ: সন্দীপন দাস (৬৭৮)। • নন্দীগ্রাম মহম্মদপুর শিবনারায়ণ শিক্ষায়তন: পরীক্ষার্থী– ১১৭, উত্তীর্ণ- ১১৭, সর্বোচ্চ: মঞ্জুশ্রী সাহু (৬৬৭)। • হলদিয়া বিবেকানন্দ বিদ্যাভবন (রানিচক): পরীক্ষার্থী- ২২০, উত্তীর্ণ- ২২০, সর্বোচ্চ: সুমনা জানা (৬৫৮)। • হলদিয়া টেন ক্লাস হায়ার সেকেন্ডারি স্কুল: পরীক্ষার্থী- ২৫৩, উত্তীর্ণ- ২৫২, সর্বোচ্চ: অনুভব গুড়িয়া (৬৫২)। • নন্দীগ্রাম আশদতলা বিনোদ বিদ্যাপীঠ: পরীক্ষার্থী– ১৩৫, উত্তীর্ণ-১৩৫, সর্বোচ্চ: আরিন্দম মাইতি (৬৫৭)।

ঘাটাল

• খুকুড়দহ হাইস্কুল: পরীক্ষার্থী- ২০৯, উত্তীর্ণ- ১৯৭, সর্বোচ্চ: ঋত্বিক বটব্যাল ও মেঘা পাত্র (৬৪৬)। • রথীপুর বরদা বাণীপীঠ হাইস্কুল: পরীক্ষার্থী- ১৮১, উত্তীর্ণ- ১৬৯, সর্বোচ্চ: সুদীপা ঘাঁটি (৬৬২)। • জাড়া হাইস্কুল: পরীক্ষার্থী- ৭৭, উত্তীর্ণ- ৭৪, সর্বোচ্চ: প্রসন্ন পান (৬৫০)। • পাঁচবেড়িয়া হাইস্কুল: পরীক্ষার্থী-১২৭, উত্তীর্ণ- ১২৭, সর্বোচ্চ: অয়ন পাত্র (৬৬১)।

খড়্গপুর

• মাদপুর বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী- ৭০, উত্তীর্ণ- ৬৮, সর্বোচ্চ: পারমিতা পাল (৬৫৫)। • সবং সারদাময়ী উচ্চমাধ্যমিক বিদ্যালয়: পরীক্ষার্থী- ১১৪, উত্তীর্ণ- ১১৪, সর্বোচ্চ: দেবব্রত চিনি (৬৪৯)। • খেলার গজেন্দ্র হাইস্কুল: পরীক্ষার্থী- ১৭১, উত্তীর্ণ- ১৬৬, সর্বোচ্চ: শিল্পা ভুঁইয়া (৬৪৬)। • হিজলি হাইস্কুল: পরীক্ষার্থী- ২৩১, উত্তীর্ণ- ২৩১, সর্বোচ্চ: সায়ক কুণ্ডু (৬৪৩)। • বেলদা বড়মোহনপুর হাইস্কুল: পরীক্ষার্থী- ১০১, উত্তীর্ণ- ১০১, সর্বোচ্চ: সুপ্রভাত বেরা (৬৪২)। • খড়্গপুর ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতন: পরীক্ষার্থী- ৫৭, উত্তীর্ণ- ৫৪, সর্বোচ্চ: রাহুল দাস (৬৪০)। • চাঙ্গুয়াল কন্দর্পপুর প্রনবেশ বিদ্যায়তন: পরীক্ষার্থী- ১৩৫, উত্তীর্ণ- ১২৪, সর্বোচ্চ: অপর্না ভুঁইয়া (৬৩৬)। • সবং বিষ্ণুপুর ইউনিয়ন হাইস্কুল: পরীক্ষার্থী- ২২৭, উত্তীর্ণ- ২২৭, সর্বোচ্চ: নিরুপম শীট (৬৩৫)। • সবং মোহাড় ব্রহ্মময়ী হাইস্কুল: পরীক্ষার্থী- ১০৯, উত্তীর্ণ- ১০৭, সর্বোচ্চ: অভয় জানা (৬৩১)। • গোকুলপুর বিধানচন্দ্র হাইস্কুল: পরীক্ষার্থী- ৩০৫, উত্তীর্ণ- ২৯০, সর্বোচ্চ: সুব্রত শীট (৬২৭)। • বেনাপুর উচ্চমাধ্যমিক স্কুল: পরীক্ষার্থী- ১৩৪, উত্তীর্ণ- ১১৯, সর্বোচ্চ: সায়ন দে (৬২৫)। • সুভাষপল্লি জনকল্যাণ বিদ্যায়তন: পরীক্ষার্থী- ৩০, উত্তীর্ণ- ৩০, সর্বোচ্চ : শুভঙ্কর দাস (৬১৭)।

ঝাড়গ্রাম

• দুবড়া আদর্শ বিদ্যামন্দির: পরীক্ষার্থী- ১১৮, উত্তীর্ণ- ১০৬। সর্বোচ্চ: নৃপেন মাহাতো (৬৬১)। • শিলদা শ্রীশ্রী সারদামণি বিদ্যাপীঠ: পরীক্ষার্থী- ২২৮, উত্তীর্ণ- ১৯৩, সর্বোচ্চ: বর্ণালী নায়েক (৬৫৭)। • ঝাড়গ্রাম শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী- ১৭২, উত্তীর্ণ- ১৭০, সর্বোচ্চ: শ্রুতি চক্রবর্তী (৬৫২)। • রোহিনী চৌধুরানি রুক্মিনীদেবী: পরীক্ষার্থী- ৯৪, উত্তীর্ণ -৯৪, সর্বোচ্চ: সৌম্যদীপ কর (৬৫২)। • কলমাপুকুরিয়া বিএনএসসি: পরীক্ষার্থী -৯০, উত্তীর্ণ- ৮১, সর্বোচ্চ: জগদীশ সাহু (৬৫২)। • মানিকপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: পরীক্ষার্থী- ১৮১, উত্তীর্ণ- ১৭৪, সর্বোচ্চ: সৌপ্তিক দণ্ডপাট (৬৫১)। • রামগড় মোক্ষদাসুন্দরী হাইস্কুল: পরীক্ষার্থী- ১৫০, উত্তীর্ণ- ১৩২, সর্বোচ্চ: রোহিত সিংহ (৬৫০)। • লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়: পরীক্ষার্থী- ৭৯, উত্তীর্ণ- ৭২, সর্বোচ্চ: কিংশুক দাস (৬৪৪)। • বেলিয়াবেড়া কেসিএম হাইস্কুল: পরীক্ষার্থী- ৬৭, উত্তীর্ণ- ৬২, সর্বোচ্চ: শিবনারায়ণ দত্ত (৬৪১)। • বাকড়া শ্যামাস্মৃতি বিদ্যাপীঠ: পরীক্ষার্থী- ১১৯। উত্তীর্ণ- ১১৯। সর্বোচ্চ: সাগর করণ (৬২৩)। • মহাপাল শ্রী বিদ্যাপীঠ: পরীক্ষার্থী- ৭৫, উত্তীর্ণ -৭৫, সর্বোচ্চ জাহানেশ্বর মাইতি (৬২০)। • কুলটিকরি এসসি হাইস্কুল: পরীক্ষার্থী ১৪০, উত্তীর্ণ ১৪০, সর্বোচ্চ: শাক্যসুন্দর পালোই ও শুভদীপ জানা (৬১৯)। • নয়াগ্রাম বাণী বিদ্যাপীঠ: পরীক্ষার্থী- ১৫৯, উত্তীর্ণ- ১৩৬, সর্বোচ্চ: ঋত্বিক ঘোষ (৬১১)। • পাথরা জয়চণ্ডী এসসি হাইস্কুল: পরীক্ষার্থী- ১৬০, উত্তীর্ণ- ১৪৪, সর্বোচ্চ: বেবি মাহাতো (৬০০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE