Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সাজগোজ সার! বদলে গেল মমতার বৈঠকস্থল

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের এক সূত্র জানিয়েছে, জেলা পরিষদের সভাঘর প্রদ্যোত স্মৃতি সদনে নয়, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক হবে মেদিনীপুর পুলিশ লাইনে, ছাউনি বেঁধে। এ দিন থেকেই ছাউনি তৈরির কাজ শুরু হয়েছে।

কাল, সোমবার কেশিয়াড়িতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে তারই প্রস্তুতি। মূল সভামঞ্চের পাশে লোকশিল্পীদের অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছে পৃথক মঞ্চ। ছবি: দেবরাজ ঘোষ

কাল, সোমবার কেশিয়াড়িতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে তারই প্রস্তুতি। মূল সভামঞ্চের পাশে লোকশিল্পীদের অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছে পৃথক মঞ্চ। ছবি: দেবরাজ ঘোষ

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮ ০২:০৩
Share: Save:

সাজগোজ ছিল শেষের পথে। আনন্দের আবহ তৈরি হয়েছিল জেলা পরিষদের অন্দরে। আচমকাই সেখানে বিষাদের সুর! কারণ শেষ মুহূর্তে বদলে গেল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকস্থল।

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের এক সূত্র জানিয়েছে, জেলা পরিষদের সভাঘর প্রদ্যোত স্মৃতি সদনে নয়, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক হবে মেদিনীপুর পুলিশ লাইনে, ছাউনি বেঁধে। এ দিন থেকেই ছাউনি তৈরির কাজ শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে গত কয়েকদিনে অবশ্য ভোল বদলাচ্ছিল মেদিনীপুরের প্রদ্যোত স্মৃতি সদন (জেলা পরিষদ হল)। লাগছিল নীল-সাদা রঙের ছোঁয়াও! তৎপরতার সঙ্গে চলছিল হল সাজানোর কাজ। জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহও মানছেন, ‘‘কিছু কাজ হচ্ছিল।’’ জেলা পরিষদের অন্য এক সদস্যের কথায়, ‘‘মুখ্যমন্ত্রী আসার কথা ছিল। তার আগে এই হল একটু সাজিয়ে-গুছিয়ে নিতেই হত। যেটুকু সংস্কার করা দরকার, সেটুকুই করা হচ্ছিল। তার বেশি কিছু না।’’

জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি মানছেন, ‘‘মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক জেলা পরিষদ হলে হবে না। পুলিশ লাইনে হবে।’’ এত সাজগোজ তাহলে জলে গেল? অজিতবাবুর জবাব, ‘‘তা কেন? হলের কিছু সংস্কার কাজ তো করতেই হত। কাজগুলো হয়ে যাচ্ছে। ভালই তো।’’ ২০১৪ সালে প্রদ্যোত স্মৃতি সদনে প্রশাসনিক বৈঠক করেছিলেন মমতা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সূচিও খানিক বদলেছে। শুরুতে ঠিক ছিল, একদিনের সফরে জেলায় আসবেন মমতা। কাল, সোমবারই কেশিয়াড়িতে প্রশাসনিক সভা এবং মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করবেন। পরে ঠিক হয়, সফর হবে দু’দিনের। সোমবার কেশিয়াড়িতে সভা করবেন মুখ্যমন্ত্রী। রাতে মেদিনীপুরে থাকবেন আর মঙ্গলবার মেদিনীপুরে বৈঠক করবেন। শহরের প্রদ্যোত স্মৃতি সদনেই প্রশাসনিক বৈঠক হওয়ার কথা ছিল। তাই তড়িঘড়ি সংস্কার কাজ শুরু হয়েছিল। সামনে নতুন রং হচ্ছিল, ভেতরে কিছু প্লাই নতুন করে লাগানো হচ্ছিল, ভাঙা চেয়ারগুলো মেরামত করা হচ্ছিল, নতুন পর্দা লাগানোর তোড়জোড় শুরু হয়েছিল। হলের সামনের দিকে বাগানও নতুন করে সাজানো হচ্ছিল।

জেলা পরিষদের এক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য একাধিক ‘বুকিং’ বাতিল করতে হয়। বিপাকে পড়েন আয়োজকেরা। গত বৃহস্পতিবার যেমন এখানে এক স্কুলের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই ‘বুকিং’ বাতিল করা হয়। মুখ্যমন্ত্রীর সফর শেষে আগামী বুধবার ওই অনুষ্ঠান হবে। আজ, রবিবার এক বিয়ের অনুষ্ঠানও হওয়ার কথা ছিল প্রদ্যোত স্মৃতি সদনে। তা শহরের অন্যত্র হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Administrative Meeting Mamata Banerjee Medinipore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE