Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এনআরসি হবেই আইনকে অভিনন্দন জানিয়ে ঘোষণা দিলীপের

মিছিল শেষে শহরের বটতলাচকে পথসভাও করেছে বিজেপি।

মেদিনীপুরে নয়া নাগরিকত্ব আইনের পক্ষে বিজেপির মিছিলের পুরোভাগে দিলীপ ঘোষ। ছবি: সৌমেশ্বর মণ্ডল

মেদিনীপুরে নয়া নাগরিকত্ব আইনের পক্ষে বিজেপির মিছিলের পুরোভাগে দিলীপ ঘোষ। ছবি: সৌমেশ্বর মণ্ডল

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ০৩:৩১
Share: Save:

ক’দিন আগেই খড়্গপুরে বিধানসভা উপ-নির্বাচনে হার হয়েছে বিজেপি-র। সেই ধাক্কার পরে বৃহস্পতিবারই প্রথম মেদিনীপুরে এসে দলের কর্মসূচি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। নয়া নাগরিকত্ব আইনের পক্ষে সওয়াল করেই ‘অভিনন্দন যাত্রা’য় নেতৃত্ব দিলেন। তবে সে সব ছাপিয়ে ধরা দিল ভোটের সমীকরণ। পুর-নির্বাচনের আগে শহরে দাঁড়িয়ে সাংসদ দিলীপ ঘোষণা করলেন, ‘‘মেদিনীপুরও গেরুয়া হবে।’’

মিছিল শেষে শহরের বটতলাচকে পথসভাও করেছে বিজেপি। সেখানেও দিলীপের বক্তব্যে বারবার ঘুরেফিরে এসেছে মেদিনীপুরের কথা। কৌশলে আবেগ উস্কে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। বলেছেন, ‘‘মেদিনীপুরের মানুষ শান্তিপ্রিয়, দেশপ্রেমিক মেদিনীপুরের তরফ থেকে আমি ভোট দিয়েছি নাগরিকত্ব বিল পাশের পক্ষে। আমাকে আপনারা সাংসদ করেছেন, সে জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাকে জিতিয়েছিলেন, তাই দেশের স্বার্থে যে আইন হয়েছে, তাকে আমি সমর্থন করতে পেরেছি। অন্য কাউকে জেতালে কিন্তু হত না। মেদিনীপুরের মানুষ চিরদিনই জাতীয়তাবাদের পক্ষে।’’

এ দিনের অভিনন্দন যাত্রার ব্যাখ্যা দিয়ে দিলীপ জুড়েছেন, ‘‘আজকে আমরা মেদিনীপুর শহরের বুকে মিছিল করে এই বার্তা দিতে চেয়েছি যে সারা ভারতবর্ষে পার্শ্ববর্তী দেশগুলি থেকে যে সংখ্যালঘুরা এ দেশে চলে এসেছেন, আমাদের মোদী সরকার তাঁদেরকে নাগরিকত্ব দিয়েছে। সে জন্য সারা দেশ নরেন্দ্র মোদীকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছে। আমরাও ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি।’’ নতুন আইনের পক্ষে সওয়াল করে দিলীপের স্পষ্ট ঘোষণা, ‘‘সিএএ হয়েছে। এ বার এনআরসি হবে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে। ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে। সরকারি সুবিধে থেকে বঞ্চিত করা হবে। আজ হোক, কাল হোক, এনআরসি হবেই।’’

জাতীয় নাগরিক পঞ্জি ও নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতায় বাস, ট্রেন ভাঙচুরের প্রসঙ্গও টেনে এনেছেন দিলীপ। আর সেই ‘ক্ষোভ’ ভোটবাক্সে প্রতিফলনের ডাক দিয়েছেন। দিলীপ বলেছেন, ‘‘এই অশান্তি, অত্যাচারের প্রতিবাদ করতে হবে। সোনার বাংলায় আগুন লাগানোর অধিকার কারও নেই। রাজনৈতিক ভাবে এর উত্তর দিন। উনিশে হাফ হয়েছে। একুশে সাফ করে দেখিয়ে দিতে হবে, পশ্চিমবাংলায় সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ, দেশদ্রোহিতা, তোষণবাদ চলতে পারে না।’’ দিলীপের ঘোষণা, ‘‘লাল বাংলা গিয়েছে। সবুজ বাংলা গিয়েছে। গেরুয়া বাংলা আসছে। মেদিনীপুরও গেরুয়া হবে।’’

এ দিন বারবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে বিঁধেছেন বিজেপি রাজ্য সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে দিলীপ বলেন, ‘‘লোকে হাফ করে দিয়েছে। ভোট কমে যাচ্ছে। আসলে দিদিমণি হিসেবটা খুব ভাল বোঝেন। অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়েছেন। তাই দৌড়ে বেড়াচ্ছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Midnapore Dilip Ghosh NRC CAA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE