Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ফের চোর সন্দেহে গণপিটুনি

স্থানীয় সূত্রের খবর, বজবজিয়া  গ্রামে প্রচুর বাগদা এবং ভ্যানামেই চিংড়ির ফার্ম রয়েছে। স্থানীয়দের দাবি, এলাকায় বেশ কিছুদিন ধরে বিভিন্ন ফার্ম থেকে চিংড়ি চুরি হচ্ছিল। কিন্তু চোর কে, তা বোঝা যাচ্ছিল না। তাই  গ্রামবাসীরা পালা করে পাহারার সিদ্ধান্ত নেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
হেঁড়িয়া শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ০৪:১৫
Share: Save:

পূর্ব মেদিনীপুরে ফের গণপিটুনির ঘটনা! খেজুরির বজবজিয়া গ্রামে মাছ চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপ্রহার করা হয়েছে বলে অভিযোগ। শম্ভু মাঝি নামে ওই ব্যক্তি হেড়িয়ার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নন্দীগ্রামের আমদাবাদ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রের খবর, বজবজিয়া গ্রামে প্রচুর বাগদা এবং ভ্যানামেই চিংড়ির ফার্ম রয়েছে। স্থানীয়দের দাবি, এলাকায় বেশ কিছুদিন ধরে বিভিন্ন ফার্ম থেকে চিংড়ি চুরি হচ্ছিল। কিন্তু চোর কে, তা বোঝা যাচ্ছিল না। তাই গ্রামবাসীরা পালা করে পাহারার সিদ্ধান্ত নেন।

গ্রামবাসীদের অভিযোগ, মঙ্গলবার ভোরে তিনটি মোটরবাইকে চেপে ছ’জন ওই এলাকায় আসে। তারা চিংড়ি ফার্মের আশেপাশে ঘোরাঘুরি করায় গ্রামবাসীদের সন্দেহ হয়। তাঁরা ওই বাইক আরোহীদের জিজ্ঞাসাবাদ করার জন্য দাঁড়াতে বলেন। অভিযোগ, ওই বাইক আরোহীরা না দাঁড়িয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যান শম্ভু। অভিযোগ, এর পরেই মাছ চোর সন্দেহে ওই ব্যক্তিকে গ্রামবাসীরা গণপিটুনি দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, “ধরা পড়ার পরে জি়জ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি কোনও ঠিকঠাক উত্তর দিতে পারেনি। অসংলগ্ন কথাবার্তা বলেছিলেন। এতেই সন্দেহ আরও দৃঢ় হয়।’’ খেজুরি-১ পঞ্চায়েত সমিতির বিদায়ী পূর্ত কর্মাধ্যক্ষ নীলাঞ্জন মাইতির কথায়, ‘‘ঘটনার পর গ্রামবাসীরা ফোন করেছিলেন। আমি হেড়িয়া ফাঁড়ির পুলিশকে জানাই। পুলিশ ও স্থানীয়েরা ওই ব্যক্তিকে উদ্ধার করেছে বলে শুনেছি।’’

যদিও প্রহৃত ব্যক্তিকে পুলিশ উদ্ধার করেনি বলে জানিয়েছে হেড়িয়া পুলিশের দাবি। গোটা ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগও দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lynching Theft Heria
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE