Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শিশু বিক্রির নালিশ, গ্রেফতার নার্সিংহোম মালিক

শিশু বিক্রির অভিযোগে ঘাটাল শহরের এক নার্সিংহোমের মালিককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতেই ওই নার্সিংহোমে তল্লাশি চালিয়ে মানস বাইরি নামে নার্সিংহোমের মালিককে আটক করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

গ্রেফতার করা হয়েছে এই নার্সিংহোমেরই মালিককে। নিজস্ব চিত্র।

গ্রেফতার করা হয়েছে এই নার্সিংহোমেরই মালিককে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৬ ০২:২৪
Share: Save:

শিশু বিক্রির অভিযোগে ঘাটাল শহরের এক নার্সিংহোমের মালিককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতেই ওই নার্সিংহোমে তল্লাশি চালিয়ে মানস বাইরি নামে নার্সিংহোমের মালিককে আটক করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মানসবাবুকে জেরা করে অভিযোগের প্রমাণ মিলতেই তাঁকে গ্রেফতার করা হয়। যে মহিলা ওই নার্সিংহোমে গর্ভপাত করাতে এসেছিলেন, তাঁর নাম জানার চেষ্টা চলছে। পাশাপশি দাসপুরের কলোড়া গ্রামের বধূ মায়া গুছাইতকেও জেরা করা হচ্ছে। ওই বধূর সঙ্গে নার্সিংহোমের যোগাযোগ কী ভাবে হয়েছিল এবং ঠিক কত টাকার বিনিময়ে শিশুটিকে বধূর হাতে তুলে দেওয়া হয়েছিল সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, “নার্সিংহোমটি সিল করে দেওয়া হয়েছে।”

পুলিশ ও স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ১৩ নভেম্বর দাসপুরের কলোড়া গ্রামের বধূ মায়া গুছাইতকে চল্লিশ হাজার টাকার বিনিময়ে একটি কন্যা সন্তান বিক্রি করেছিলেন নার্সিংহোম কর্তৃপক্ষ। গিরীশচন্দ্র বেরা বলেন, “নার্সিংহোম কর্তৃপক্ষ ভুয়ো জন্ম সার্টিফিকেটও তৈরি করেছিলেন। এটা গুরুতর অপরাধ। সবকিছুই আমরা খতিয়ে দেখছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nursing home owner child trafficking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE