Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কাউন্সেলিং থেকে ফি, বিদ্যাসাগরে অনলাইন

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী মঙ্গলবার থেকে স্নাতকোত্তরে ভর্তি শুরু হবে। ই-অ্যাডমিশনের মাধ্যমেই ভর্তি হবে।

ফাইল চিত্র

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ০১:২৪
Share: Save:

স্নাতকোত্তরে ভর্তির জন্য অনলাইনে ফর্ম তোলা ও জমা নেওয়া চালু হয়েছে আগেই। এ বার ভর্তির ফি জমা দেওয়া থেকে পড়ুয়াদের কাউন্সেলিংও হবে অনলাইনেই। রাজ্যের নির্দেশে চলতি শিক্ষাবর্ষ থেকেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ই- অ্যাডমিশন।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী মঙ্গলবার থেকে স্নাতকোত্তরে ভর্তি শুরু হবে। ই-অ্যাডমিশনের মাধ্যমেই ভর্তি হবে। কাউন্সেলিংয়ে এসে অনেক সময়ে পড়ুয়ারা সমস্যায় পড়েন বলে অভিযোগ। এ বার থেকে কাউন্সেলিংয়ের জন্য আর বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “স্নাতকোত্তরে এ বার ই-অ্যাডমিশন চালু হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় সব পদক্ষেপই করা হয়েছে।” শিক্ষকেরা মনে করছেন, এরফলে ভর্তিতে স্বচ্ছতা থাকবে। একমত পড়ুয়াদেরও।

বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিকের কথায়, “ই- অ্যাডমিশনের প্রথম পর্যায়ে ২৪ জুলাই থেকে শুরু হবে।” তিনি জানাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় জানানো রয়েছে। ই- অ্যাডমিশনের বিজ্ঞপ্তিও রয়েছে। ছাত্রছাত্রীরা ওয়েবসাইট থেকে সমস্ত কিছু জেনে নিতে পারবেন। স্নাতকোত্তরে ভর্তির জন্য গত ২৬, ২৭ এবং ২৮ জুন প্রবেশিকা পরীক্ষা হয়। এই তিন দিনের এক-এক দিনে এক- এক বিষয়ের পরীক্ষা হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের এক সূত্রে খবর, প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী এ বার প্রবেশিকা দিয়েছেন। শুরুতে ঠিক ছিল, মেধা তালিকা প্রকাশিত হবে ৯ জুলাই। আর ভর্তি শুরু হবে ১২ জুলাই থেকে। পরে এই সূচি বদল হয়। রাজ্যের নির্দেশে ই-অ্যাডমিশন পদ্ধতি চালুর তোড়জোড় শুরু করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পদ্ধতি চালুর প্রস্তুতি খতিয়ে দেখতে এক বৈঠক হয়। বৈঠকে ছিলেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী, নিবন্ধক জয়ন্তকিশোর নন্দী, ফ্যাকাল্টি কাউন্সিলের সেক্রেটারি (পিজি) তরুণকান্তি মণ্ডল প্রমুখ। প্রয়োজনীয় নির্দেশ দেন উপাচার্য।

পরীক্ষার্থীদের ১১ জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিক ও স্নাতকের নম্বর বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে আপডেট করার কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয়। পরে ঠিক হয়, মেধা তালিকা প্রকাশিত হবে ১৮ জুলাই। সেই মতো গত বুধবার মেধা তালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার ই-অ্যাডমিশন চালুর দিনও জানিয়েছে বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ই- অ্যাডমিশনের প্রথম পর্যায়ে ২৪ জুলাই থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিকের কথায়, “রাজ্য সরকারের নির্দেশ মেনে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রেও এ বার অনলাইনে ভর্তি ফি জমার ব্যবস্থা চালু করা হয়েছে। কাউন্সেলিংয়ের জন্যও আর বিশ্ববিদ্যালয়ে আসার প্রয়োজন হবে না।” তাঁর কথায়, “এতদিন কাউন্সেলিংয়ের জন্য পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে হাজির হতেই হত। নতুন এই পদ্ধতি বা ব্যবস্থার ফলে তার আর প্রয়োজন হবে না।” বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক বলেন, “আশা করি, ই-অ্যাডমিশন সুষ্ঠু ভাবেই হবে।” এ বারই এই ব্যবস্থা প্রথম। যদি কোনও সমস্যা হয়? তাঁর আশ্বাস, “কোনও সমস্যা হওয়ার কথা নয়। সবদিকে নজর রাখা হবে। প্রয়োজনে যখন যে ব্যবস্থা নেওয়ার ঠিক নেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE